Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Subclass: Neornithes
Infraclass: Neognathae
Superorder: Neoaves
Order: Passeriformes
Suborder: Passeri
Superfamily: Corvoidea
Family: Oriolidae
Genus: Oriolus
Species: O.
nigripennis

কৃষ্ণপক্ষ হলুদিয়া পাখি

ইংরেজি নাম: Black-winged Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus nigripennis

 

Oriolidae গোত্রের এক প্রকার গায়ক পাখি। এই গোত্রের গণের নাম  Oriolus (হলুদিয়া পাখি)। ১৮৫৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন  Verreaux

 

এই হলুদিয়া পাখি পাওয়া যায় আফ্রিকার এ্যাঙ্গোলা, বেনিন, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, আইভরিকোষ্ট, গিনি গ্যাবন, ঘানা গিনি-বিসাউ লাইবেরিয়া, নাইজেরিয়া, সিয়েরে লিওন, সুদান, টোগো এবং উগান্ডাতে।  এরা এই সকল দেশের নিম্ন অরণ্যানীতে এবং ম্যাগ্রোভ বনাঞ্চলে বাস করে।


এদের মাথার রঙ কালো। ঘাড় থেকে পুরো বুক এবং লেজের নিম্নভাগ পর্যন্ত হলুদ পালকে ঢাকা। পাখার প্রান্তদেশ এবং লেজের উপরিভাগের রঙ কালো। এই কারণে একে কৃষ্ণপক্ষ হলুদিয়া পাখি বলা হয়।


এই হলুদিয়া পাখির সাথে পার্বত্য হলুদিয়া পাখি (Oriolus percivali) পার্থক্য করা মুশকিল। উল্লেখ্য পার্বত্য হলুদিয়া পাখি বাস করে আফ্রিকার বুরুন্ডি, কঙ্গো, কেনিয়া, রুয়ান্ডা, তাঞ্জানিয়া এবং উগান্ডার পার্বত্য বনভূমিতে।

 

এদের প্রধান খাদ্য ফল, ফুলের মধু, শস্যকণা ও কীটপতঙ্গ।

 

এরা মূলত একাকী থাকে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি ঝোপের আড়াল থেকে স্ত্রী পাখির উদ্দেশ্যে গান গায়।



সূত্র :