Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Subclass: Neornithes
Infraclass: Neognathae
Superorder: Neoaves
Order: Passeriformes
Suborder: Passeri
Superfamily: Corvoidea
Family: Oriolidae
Genus: Oriolus
Species: O. larvatus

কৃষ্ণমুণ্ডু হলুদিয়া পাখি

ইংরেজি নাম: Black-headed Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus larvatus

 

Oriolidae গোত্রের এক প্রকার গায়ক পাখি। এই গোত্রের গণের নাম  Oriolus (হলুদিয়া পাখি)। ১৮২৩ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন Lichtenstein

 

এই হলুদিয়া পাখি পাওয়া যায় সাব-সাহারা থেকে সুদান এবং ইথিওপিয়া থেকে উত্তর ও দক্ষিণ আফ্রিকা পর্যন্ত। এরা এই সকল দেশের নিম্ন অরণ্যানীতে এবং ম্যাগ্রোভ বনাঞ্চলে বাস করে। এর গ্রীষ্মমণ্ডলীয় বৃহৎ পত্র-বিশিষ্ট বৃক্ষ-সমৃদ্ধ অরণ্যে বাস করে। এছাড়া ঘন গুল্মাচ্ছন্ন বনভূমিতেও এদের দেখা যায়।

 

এদের পাখার অগ্রভাগ ছাড়া প্রায় পুরো শরীরই উজ্জ্বল হলুদ পালকে আবৃত। মাথার রঙ কালো, ঠোটের রঙ গাঢ় ধূসর।

 

It forages in the canopy, feeding on small fruit as well as large insects. The young are fed mostly with caterpillars.

 

এই হলুদিয়া পাখির সাথে কৃষ্ণ-পক্ষ হলুদিয়া পাখি (Oriolus nigripennis) পার্থক্য করা মুশকিল। এই হলুদিয়া পাখির প্রধান বিচরণ ক্ষেত্র পার্বত্য বনভূমি। পক্ষান্তরে কৃষ্ণ-পক্ষ হলুদিয়া পাখি বাস করে আর্দ্র, নিম্ন বনাঞ্চল ও ম্যানগ্রোভ বনাঞ্চলে। এদের মাথার রঙ কালো। ঘাড় থেকে পুরো বুক এবং লেজের নিম্নভাগ পর্যন্ত হলুদ পালকে ঢাকা। পাখার প্রান্তদেশ এবং লেজের উপরিভাগের রঙ কালো। এই কারণে একে কৃষ্ণপক্ষ হলুদিয়া পাখি বলা হয়।

 

এদের প্রধান খাদ্য ফল, ফুলের মধু, শস্যকণা ও কীটপতঙ্গ। শাবকরা মথ বা প্রজাপতির শূককীট খায়।

 

এরা মূলত একাকী থাকে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি ঝোপের আড়াল থেকে স্ত্রী পাখির উদ্দেশ্যে তীক্ষ্ণ সুরেলা শীষ দিয়ে গান গায়।



সূত্র :