Kingdom:
Animalia |
সোনাবৌ
ইংরেজি
নাম:
Eurasian Golden Oriole,
Golden Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus Oriolus
Oriolidae
গোত্রের এক প্রকার গায়ক পাখি।
এই গোত্রের গণের নাম
Oriolus
(হলুদিয়া পাখি)।
গ্রীষ্মকালে এরা ইউরোপে থাকে।
শীতকালে এরা এশিয়া পশ্চিমাঞ্চলে এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলে চলে আসে।
বাংলাদেশে এই পাখিকে হলুদিয়া পাখি বা সোনাবৌ বলা হয়। বাংলাদেশ ও পশ্চিম
বাংলায় কিছু সোনাবৌ গ্রীষ্মকালেও দেখা যায়। এই কারণে একে বাংলাদেশে এদেরকে
স্থায়ী অধিবাসী হিসাবে বিবেচনা করা হয়।
এদের আকার ময়নার মতো। পুরুষ সোনাবৌয়ের পাখা এবং লেজের অগ্রভাগ ছাড়া প্রায় পুরো শরীর মনোরম হলুদ রঙের। স্ত্রী পাখির পাখা ধূসর। এদের চোখের রঙ লাল।
এরা ফল, ফুলের মধু, শস্যকণা,
কীটপতঙ্গ আহার করে থাকে।
এরা জোড়ায় জোড়ায় থাকে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি ঝোপের আড়াল থেকে স্ত্রী
পাখির উদ্দেশ্যে গান গায়। এরা গাছের উঁচু ডালে বাসা তৈরি করে। স্ত্রী পাখি
দুটি বা তিনটি ডিম পাড়ে।
এদের ডাককে বাংলাদেশের মানুষ 'খোকা হোক' ধ্বনির
সাথে তুলনা করে থাকে।
সূত্র :
পশ্চিম বাংলার পাখি। প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। মে ১৯৯৭।
http://en.wikipedia.org/wiki/