| 
		 Kingdom: 
		Animalia   | 
	
জলপাই-পৃষ্ঠ হলুদ পাখি
		 ইংরেজি 
		নাম: Olive-backed Oriole
		
		বৈজ্ঞানিক নাম : Oriolus  
		sagittatus
		 
		
		বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।
Oriolidae গোত্রের Oriolus (হলুদিয়া পাখি) গণের এই পাখি দেখা যায় পূর্ব নিউ গিনি, উত্তর অস্ট্রেলিয়া অঞ্চলের ঘন জঙ্গলে আবৃত অঞ্চলে বাস করে। দক্ষিণ অস্ট্রেলিয়ার এটি একটি অতিপরিচিত পাখি।
		
		
এরা 
		মধ্যমাকারের হয়ে থাকে। 
		 
		এদের পিঠের দিকের রঙ জলপাই রঙের হয়ে থাকে। এর উপর ছোটো ছোটো কালো কালো রেখা 
		থাকে। এদের ঠোট এবং চোখ লালচে হয়ে থাকে।
		 
		
		
		এরা ফুল, ফল, কীটপতঙ্গ আহার করে।
		
		 
		 
		এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা 
		যায়। তবে কখনো কখনো দলবদ্ধভাবেও এদের দেখা যায়।
		 প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান 
		গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এদের 
		প্রজনন কাল। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম 
		পাড়ে।
 
		
		সূত্র : 
	
	http://en.wikipedia.org/wiki/