Kingdom:
Animalia |
কৃষ্ণ-লোহিত হলুদিয়া পাখি
ইংরেজি
নাম: Black-and-crimson
Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
cruentus
Oriolidae গোত্রের এক প্রকার গায়ক পাখি। এই গোত্রের গণের নাম Oriolus (হলুদিয়া পাখি)। ১৮২৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন Wagler।
এই পাখি পাওয়া যায় ইন্দোনেশিয় এবং মালোয়েশিয়া দেখা যায়। এরা বড় ধরনের জঙ্গলে বা ঘন ঝোপঝাড়ে বসবাস করে।
এদের পাখা ও লেজ ছাড়া সারা দেহ কালো পালকে আবৃত। এর বুক জুড়ে রয়েছে হলুদাভ লাল বর্ণের বেশ বড় আবরণ।
এদের প্রধান খাদ্য ফল, ফুলের মধু, শস্যকণা ও কীটপতঙ্গ। তবে ডুমুর জাতীয় ফল এদের প্রিয় খাদ্য।
এরা মূলত একাকী থাকে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি ঝোপের আড়াল থেকে স্ত্রী পাখির উদ্দেশ্যে গান গায়। প্রজজন ঋতুতে এরা ঝুড়ির মতো বাসা তৈরি করে। স্ত্রী পাখি দুটি ডিম পাড়ে। ডিমে উভয় পাখি তা দেয় এবং বাচ্চা ফোটার পর উভয় পাখিই যত্ন নেয়।
সূত্র :
http://en.wikipedia.org/