Kingdom:
Animalia |
কৃষ্ণ-কর্ণ হলুদ পাখি
ইংরেজি
নাম: Grey-collared Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
bouroensis
বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।
Oriolidae গোত্রের Oriolus (হলুদিয়া পাখি) গণের এই পাখি দেখা যায় ইন্দোনেশিয়া অঞ্চলে। এর নামকরণ করেছিলেন বোনাপোর্ট (Bonaparte)। ১৯৩০ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন Quoy এবং Gaimard।
এরা ইন্দোনেশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় নিচু বনভূমিতে এবং ম্যানগ্রোভ অঞ্চলে বাস করে।
এদের দেহের উপরিভাগ বাদামি বর্ণের সাথে হলুদের আভা দেখা যায়। বুকের দিকটা হলদে। মাথার উপরিভাগ কালচে। এদের কান কালচে বর্ণের। এই কারণে একে কৃষ্ণ-কর্ণ হলুদ পাখি বলা হয়।
এরা ফল, ফুল ফুলের মধু, কীটপতঙ্গ ইত্যাদি খায়।
এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা
যায়। প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান
গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম
পাড়ে।
সূত্র :