Kingdom:
Animalia |
বেনেবৌ
ইংরেজি
নাম: Black-hooded Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
xanthornus
Oriolidae
গোত্রের এক প্রকার গায়ক পাখি।
এই গোত্রের গণের নাম
Oriolus
(হলুদিয়া পাখি)।
দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত উপমহাদেশে এদের আদি নিবাস। আকার ময়নার মতো। এরা
ম্যানগ্রোভ ও খোলা জঙ্গলে বাস করে। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গের আবাদী এলাকার
ছোটো জঙ্গলে দেখা যায়।
বাংলাদেশে সোনাবৌ এবং বেনেবৌ নামক পাখি দুটিকে সাধারণভাবে হলুদিয়া পাখি বলা
হয়। কিন্তু এই দুটি পাখি মূলত Oriolus
গণের দুটি আলাদা প্রজাতি। আরও এক ধরনের পাখিকে এই নামে ডাকা হয়। এই পাখির
নাম
কালো-ঘাড়বিশিষ্ট হলুদিয়া
পাখি (Oriolus
chinensis)।
বেনেবৌ-এর
দেহে কালো ও হলুদ বর্ণের মিশ্রণ দেখা যায়। এদের পিঠের সম্মুখভাগ, লেজের
পার্শ্ব ও নিম্নভাগ উজ্জ্বল হলুদ বর্ণের হয়ে থাকে। কিন্তু মাথা, ডানার
অগ্রভাগ, গলা ও বুকের উপর দিক কুচকুচে কালো। এদের ঠোট গোলাপি এবং চোখের রঙ
লাল।
এদের প্রধান খাদ্য ফল, ফুলের মধু ও
কীটপতঙ্গ।
এরা জোড়ায় জোড়ায় থাকে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি ঝোপের আড়াল থেকে স্ত্রী
পাখির উদ্দেশ্যে গান গায়। এরা গাছের উঁচু ডালে বাসা তৈরি করে। স্ত্রী পাখি
দুটি বা তিনটি ডিম পাড়ে।
এদের ডাককে বাংলাদেশের মানুষ 'খোকা হোক' ধ্বনির
সাথে তুলনা করে থাকে।
সূত্র :
পশ্চিম বাংলার পাখি। প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। মে ১৯৯৭।
http://en.wikipedia.org/wiki