Kingdom:
Animalia |
জলপাই-বাদামি হলুদ পাখি
ইংরেজি
নাম: Olive-brown Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
melanotis
বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।
Oriolidae গোত্রের Oriolus (হলুদিয়া পাখি) গণের এই পাখি দেখা যায় ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরের
ঘন জঙ্গলে আবৃত অঞ্চলে বাস করে। এর শুষ্কস্থানে বাস করতে পছন্দ করে। এছাড়া স্থানীয় ম্যানগ্রোভ অরণ্যেও এদের দেখা যায়।
এর সমশ্রেণির অপর একটি প্রজাতিও এই অঞ্চলে পাওয়া যায়। এই প্রজাতিটির নাম Oriolus viridifuscus। ১৮৫০ খ্রিষ্টাব্দে উভয় প্রজাতির নামকরণ করেছিলেন Bonaparte।
এদের দেহের উপরিভাগ জালপাই-বাদামি
বর্ণের সাথে হলুদের আভা দেখা যায়। তবে বুকের দিকটা হলদে। এই রঙের জন্য এদেরকে জঙ্গলে সহজে খুঁজে
পাওয়া যায় না। এরা ফল, ফুল ফুলের মধু কীটপতঙ্গ খায়।
এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা
যায়। প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান
গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এদের
প্রজনন কাল। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম
পাড়ে।
সূত্র :