Kingdom:
Animalia |
অস্ট্রেলিয়ান হলুদ পাখি
ইংরেজি
নাম: Green Oriole,
Australasian Yellow Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
flavocinctus
বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।
Oriolidae গোত্রের Oriolus (হলুদিয়া পাখি) গণের এই পাখি দেখা যায় নিউ গিনি, উত্তর অস্ট্রেলিয়া, কেপইয়র্ক উপদ্বীপ অঞ্চলের ঘন জঙ্গলে আবৃত অঞ্চলে। তবে এদের বাসস্থানের পাশে কোনো জলস্রোত বা জলাশয় থাকে।
এই
পাখির দেহ হলুদাভ সবুজ পালকে আবৃত। এই রঙের জন্য এদেরকে জঙ্গলে সহজে খুঁজে
পাওয়া যায় না। এরা ফল, ফুল ফুলের মধু, কীটপতঙ্গ ইত্যাদি খায়।
এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা
যায়। তবে কখনো কখনো দলবদ্ধভাবেও এদের দেখা যায়।
প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এদের প্রজনন কাল। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম পাড়ে।
সূত্র :
http://en.wikipedia.org/wiki