Kingdom:
Animalia |
কালচে-বাদামি হলুদিয়া পাখি
ইংরেজি
নাম:
Dusky-brown Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
phaeochromus
বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।
Oriolidae
গোত্রের
Oriolus
(হলুদিয়া পাখি)
গণের পাখি।
ইন্দোনেশিয়ার একটি স্বতন্ত্র হলুদিয়া পাখি পাওয়া যায়। ১৯৬০ খ্রিষ্টাব্দে এই প্রজাতিটির নামকরণ করেছিলেন গ্রে (Gray)। ইন্দোনেশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে, বিশেষ করে এরা আর্দ্রভাবাপন্ন জঙ্গলে এরা বাস করে ।
এরা
মধ্যমাকারের হয়ে থাকে।
এদের দেহে কালচে বাদামি বর্ণের পালকে আবৃত। বুকের দিকে হলদে আভা রয়েছে।
এরা ফল, ফুল, কীটপতঙ্গ আহার করে।
এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা
যায়। তবে কখনো কখনো দলবদ্ধভাবেও এদের দেখা যায়।
প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান
গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এদের
প্রজনন কাল। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম
পাড়ে।
সূত্র :
http://www.birdlife.org/datazone/speciesfactsheet.php?id=5874