Kingdom:
Animalia |
সবুজ-মুণ্ডু হলুদ পাখি
ইংরেজি
নাম: Green-headed Oriole
বৈজ্ঞানিক নাম :
Oriolus chlorocephalus
বাংলাদেশে এই পাখি দেখা যায় না। তাই বাংলাতে এই পাখির কোনো পৃথক নাম নাই।
Oriolidae গোত্রের Oriolus (হলুদিয়া পাখি) গণের এই পাখি আফ্রিকা'র কেনিয়া, মালাওই, মোজাম্বিক এবং তাঞ্জানিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে বসবাস করেন। ১৮৯৬ খ্রিষ্টাব্দে হলুদিয়া পাখির এই প্রজাতির নামকরণ করেন Shelley।
এই
পাখির নিচের দিকের রঙ হলুদ। এদের মাথার রঙ সবুজ।
এর পাখার উপরের অংশের রঙ সবুজ। পাখার অগ্রভাগ এবং লেজের উপরিভাগ হাল্কা
সবুজ।
এর ফল, ফুল ফুলের মধু ইত্যাদি খায়।
এদেরকে সাধারণত একাকী বিচরণ করতে দেখা যায়। প্রজনন ঋতুতে জোড়ায় জোড়ায় দেখা
যায়। তবে কখনো কখনো দলবদ্ধভাবেও এদের দেখা যায়।
প্রজনন ঋতুতে পুরুষ পাখি গান গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এদের প্রজনন কাল। এরা লতপাতা দিয়ে পেয়ালার মতো বাসা তৈরি করে। সাধারণত ২টি ডিম পাড়ে।
সূত্র :
http://monachusphotography.blogspot.com/2010/01/oriolus-crassirostris.html