Kingdom:
Animalia |
ভারতীয় সোনালী হলুদিয়া পাখি
ইংরেজি
নাম: Indian Golden Oriole
বৈজ্ঞানিক নাম : Oriolus
kundoo
Oriolidae গোত্রের এক প্রকার গায়ক পাখি। এই গোত্রের গণের নাম Oriolus (হলুদিয়া পাখি)। ১৮৩২ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন Sykes। ধারণা করা হয়, এই হলুদিয়া পাখিটি সোনাবৌ -এর উপপ্রজাতি।
এই পাখি দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কেমনিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান এবং নেপালে এই পাখি পাওয়া যায়। এ ছাড়া শ্রীলঙ্কা এবং মালদ্বীপে এই পাখি দেখা যায়। ভারতের হায়দ্রাবাদে বেশি দেখা যায়।
এই পাখিটি চোখের বাইরের কালো রেখা কাজলটানা মনে হয়। এর ডানা কালো বর্ণের। এর ঠোঁট লাল।
সোনাবৌ এর মতোই। তবে এর চোখের দুই পাশের কালো রেখা পাতার মতো আঁকা। এর ঠোঁট সোনাবৌ বা এই জাতীয় পখির চেয়ে সরু।
এদের প্রধান খাদ্য ফল, ফুলের মধু, শস্যকণা ও কীটপতঙ্গ।
এরা মূলত একাকী থাকে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি ঝোপের আড়াল থেকে স্ত্রী পাখির উদ্দেশ্যে গান গায়। স্ত্রী পাখি দুটি তিনটি ডিম পাড়ে। ডিমে উভয় পাখি তা দেয় এবং বাচ্চা ফোটার পর উভয় পাখিই যত্ন নেয়।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Black-hooded_Oriole