Kingdom:
Animalia |
ঝুটশালিক
ইংরেজি :
Jungle Myna।
বৈজ্ঞানিক নাম :
Acridotheres
fuscus,
Linnaeus, 1766।
Sturnidae গোত্রের ময়না
জাতীয় এক প্রকার পাখির সাধারণ নাম
শালিক। ঝুটশালিক শালিকেরই
একটি ভিন্নতর প্রজাতি। এশিয়া মহাদেশের পাখি হিসাবেই পরিচিত।
বাংলাদেশ, ভারত, নেপাল, মায়ানমার এবং ইন্দোনেশিয়া এই পাখি প্রচুর দেখা যায়।
ভারতবর্ষের বাইরে এরা খোলা জঙ্গলে এবং আবাদী ভূমিসংলগ্ন বনভূমিতে বাস করে।
বাংলাদেশের গ্রাম্য পরিবেশে এদের অবাধ বিচরণ দেখা যায়।
এদের
গায়ের রঙ কালচে। সাধারণ শালিকের
মতো এদের চোখের প্রান্ত ঘেঁষে কোনো হলুদ রঙ নেই। চোখের রঙ হলুদ। চোখের আকার ছোটো
এবং গোলাকার। ঠোঁটের রঙ হলুদ এবং ঠোঁটের উপরিভাগে খাড়া লোমের গুচ্ছ আছে। এই কারণে
একে ঝুট শালিক বলা হয়।
স্ত্রী ও পুরুষ শালিকের ভিতরে তেমন কোনো প্রভেদ নাই। পুরুষ শালিকের ওজন ১০৯-১১০ গ্রাম, স্ত্রী পাখির ওজন ১২০-১৩৮ গ্রাম।এরা দলবদ্ধভাবে বিচরণ করে। এর চাক্-চাক্, কীপ্-কীপ্ শব্দ করে।
স্ত্রী-শালিক ৪-৬টি ডিম পাড়ে, ১৭-১৮ দিন ডিমে তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয়। ডিম পাড়ার আগে এরা গাছের মাথায় শুকনো লতাপাতা দিয়ে বাসা তৈরি করে। ফরিঙ, টিকটিকি, শস্যদানা, শস্যক্ষেতের নানা রকমের পতঙ্গ এরা আহার করে।
সূত্র
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।