Kingdom:
Animalia |
শালিকের অন্যান্য
প্রজাতি |
শালিক
ইংরেজি :
Common Myna, Indian Myna।
বৈজ্ঞানিক নাম :
Acridotheres tristis,
Linnaeus, 1766।
Sturnidae গোত্রের ময়না জাতীয় এক প্রকার পাখির সাধারণ নাম। শালিক এশিয়া মহাদেশের পাখি হিসাবেই পরিচিত। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তানে এই পাখি প্রচুর দেখা যায়। ভারতবর্ষের বাইরে তুর্কেমেনিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, মায়ানমার, মালোয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীনে এদের দেখা যায়।
এরা খোলা জঙ্গলে এবং আবাদী ভূমিসংলগ্ন বনভূমিতে
বাস করে। বাংলাদেশের গ্রাম্য পরিবেশে এদের অবাধ বিচরণ দেখা যায়। তবে শহুরে পরিবেশেও
এরা খাপ খাইয়ে নিতে পারে।
এদের ডানার উপরের দিকের রঙ গাঢ় বাদামি। এছাড়া এদের বুক ও পেট হাল্কা বাদমি বর্ণের
নরম পালকে ঢাকা। এদের ঠোঁট এবং পায়ের রঙ হলুদ। এদের পাখা এবং লেজে সাদা পালক আছে।
চোখের পাশ জুড়ে রয়েছে হলুদ বর্ণ। স্ত্রী ও পুরুষ শালিকের ভিতরে তেমন কোনো প্রভেদ
নাই।
পুরুষ শালিকের ওজন ১০৯-১১০ গ্রাম, স্ত্রী পাখির
ওজন ১২০-১৩৮ গ্রাম।
এরা দলবদ্ধভাবে বিচরণ করে। এর চাক্-চাক্, কীপ্-কীপ্ শব্দ করে।
স্ত্রী-শালিক ৪-৬টি ডিম পাড়ে, ১৭-১৮ দিন ডিমে তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয়। ডিম পাড়ার আগে এরা গাছের মাথায় শুকনো লতাপাতা দিয়ে বাসা তৈরি করে।
ফরিঙ,
টিকটিকি, শস্যদানা, শস্যক্ষেতের নানা রকমের পতঙ্গ এরা আহার করে। এর অন্যান্য
উপপ্রজাতিগুলো হলো—
Acridotheres tristis melanosternus
Acridotheres tristis naumanni
Acridotheres tristis tristis
Acridotheres tristis tristoides
সূত্র
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।
http://en.wikipedia.org/wiki/Common_Myna