 হিস্টামিন
হিস্টামিন
শব্দ উৎস: ইংরেজি: 
histamin>বাংলা 
হিস্টামিন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  ল্যাটিন হিস্টোস 
(Histos) 
শব্দটির অর্থ প্রাণী কলা। এর সাথে প্রাণিজ এ্যামিন 
(Amine) 
যুক্ত হয়ে হিস্টামিন শব্দটি উৎপন্ন হয়েছে। 
রাসায়নিক নাম: বিটা ইমিডাজ্যিল এসিটাইলকোলিন 
(Beta-imidazoyl acetylcholine) 
বা বিটা ইমিডাজ্যিল ইথাইল এমিন 
(Beta-imidazoyl ethyl amine)।
 
এর রাসায়নিক সংকেত C5H9N3। 
১৯০৭ খ্রিষ্টাব্দে 
Windaus 
এবং Vogt
বর্তমানে হিস্টামিনকে জৈবিক উপাদান বা 
এ্যামিন হিসেবে বিবেচনা করা হয়। একটি ইমিডাজল 
(imidazole) বিষমচক্রের সাথে ইথাইল এমিন 
(ethanamine) 
সংযুক্ত হয়ে হিস্টাসিন তৈরি হয়। 
হিস্টামিন সকল স্তন্যপায়ী 
প্রাণীর দেহকলায় উপস্থিত থাকে। কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে থেকে 
 
নিউরোট্রান্সমিটার 
হিসেবে কাজ করে। এছাড়া  শরীরের রোগ প্রতিরক্ষা ব্যবস্থায়, শারীরবৃত্তীয় 
ক্রিয়া নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখে।