পরিপাকতন্ত্র (মানবদেহ)
ইংরেজি : Digestive
System
দেহের যে অংশের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ, খাদ্যবস্তুর পরিপাক ও
শোষণ এবং অপাচ্য অংশের নিষ্কাশন ঘটে, তাকে পরিপাকতন্ত্র বলে।
মানবদেহের পরিপাকের সাথে জড়িত অংশসমূহকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো―
পৌষ্টিকনালী এবং পৌষ্টিক গ্রন্থি।
পৌষ্টিকনালী
সূত্র :
ইন্টারনেট ও জাতীয় শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত গ্রন্থাসমূহ।