পরিপাকতন্ত্র (মানবদেহ)
ইংরেজি : Digestive System

দেহের যে অংশের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ, খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ এবং অপাচ্য অংশের নিষ্কাশন ঘটে, তাকে পরিপাকতন্ত্র বলে।

মানবদেহের পরিপাকের সাথে জড়িত অংশসমূহকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো পৌষ্টিকনালী এবং পৌষ্টিক গ্রন্থি।

পৌষ্টিকনালী

পৌষ্টিক গ্রন্থি

সূত্র :
ইন্টারনেট ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত গ্রন্থাসমূহ।