Kingdom (রাজ্য) : Animalia প্রাণিজগৎ
Infraclass (ক্ষুদ্রশ্রেণী) : Eutheria
Phylum (পর্ব) : Chordata কর্ডাটা
Order (বর্গ) : Primates প্রাইমেট
Class (শ্রেণী) : Mammalia
Suborder (উপবর্গ) : Strepsirrhini স্ট্রেপ্সির্‌হৃনি
Subclass (উপশ্রেণী) : Theria
Infraorder (ক্ষুদ্রবর্গ) : Lemuriformes লেমুরিফর্মস
Superfamily (অধিগোত্র) : Cheirogaleoidea চেইরোগ্যালেয়োইডেয়া
Family (গোত্র): Cheirogaleidae চেইরোগ্যালেয়োইডি
Genus (গণ):  এ্যালোসেবাস

পশমি-কানের বামন লেমুর 
ইংরেজি: hairy-eared dwarf lemur

ঊর্ধ্বক্রমবাচকতা {| লেমুর | প্রাইমেট | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

এর বৈজ্ঞানিক নাম-Allocebus trichotis

এটি এ্যালোসেবাস গণের এক মাত্র প্রজাতি। ১৮৭৫ খ্রিষ্টাব্দে জার্মান বিজ্ঞানী গুন্থার (Albert Charles Lewis Gotthilf Gunther) এই প্রজাতির নামকরণ করেছিলেন। দীর্ঘদিন পর্যন্ত এই লেমুর প্রায় দৃষ্টির অন্তরালে চলে গিয়েছিল। এই সময় বিজ্ঞানীরা মনে করেছিলেন, এই প্রজাতিটি হয়তো বিলুপ্ত হয়ে গেছে। ১৯৮৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এই প্রজাতিটিকে আবার দেখা যায় দক্ষিণ-পূর্ব মাদাগাস্কারে।

এদের দৈর্ঘ্য ১৩৩ মিলিমিটার এবং লেজের গড় দৈর্ঘ্য ১৭০ মিলিমিটার। ওজন ৭০-১০০ গ্রাম। এদের গায়ের রঙ বাদমী-ধূসর। এদের কান খাটো হলেও, কানে বেশ বড় বড় পশম দেখা যায়।

অধিকাংশ লেমুরের মতো এরা নিশাচর। এরা মাটি থেকে ৩-৫ মিটার উপরে গাছের কোটরে লতাপাতা দিয়ে বাসা তৈরি করে। দিনের বেলায় প্রায় ৬-৭টি লেমুরকে একত্রে ঘুমাতে দেখা যায়।

এরা গাছের বাকল, পাতা, মধু ইত্যাদি খেয়ে থাকে। এই লেমুর একক নারী-পুরুষ হিসাবে যৌন-জীবন অতিবাহিত করে। স্ত্রী লেমুর বৎসরে একটি মাত্র সন্তান প্রসব করে। এদের জীবনকাল ১৫-২০ বৎসর।