চেইরোগ্যালেয়াস, বামন লেমুর
ইংরেজি :
Cheirogaleus
এটি প্রাইমেট বর্গের প্রাণীকূলের একটি গণ বিশেষ। ১৮১২ সালে এর নামকরণ করেন ই জেফরি
(E. Geoffroy)।
এর প্রজাতিগুলো সাধারণ ভাবে বামন লেমুর
(Dwarf Lemur)
নামে পরিচিত।
নিচে এর শ্রেণীগত উর্ধ্বক্রম থেকে বিভাজন দেখানো হলো।
Kingdom (রাজ্য) : | Animalia |
Infraclass (ক্ষুদ্রশ্রেণী) : | Eutheria |
Phylum (পর্ব) : | Chordata |
Order (বর্গ) : | Primates |
Class (শ্রেণী) : | Mammalia |
Suborder (উপবর্গ) : | Strepsirrhini |
Subclass (উপশ্রেণী) : | Theria |
Infraorder (ক্ষুদ্রবর্গ) : | Lemuriformes |
Superfamily (অধিগোত্র) : | Cheirogaleoidea |
Genus (গণ): | Cheirogaleus |
এই গণের ভিতরে রয়েছে মোট ৭টি প্রজাতি। এই প্রজাতিগুলো হলো–
Cheirogaleus adipicaudatus {বামন
লেমুর, দক্ষিণাঞ্চলীয় (Southern
Dwarf Lemur)}
Cheirogaleus crossleyi {পশমি
কানবিশিষ্ট বামন লেমুর
(Furry-eared Dwarf Lemur)}
Cheirogaleus major {বৃহত্তর বামন
লেমুর (Greater Dwarf Lemur)}
Cheirogaleus medius {মোটা লেজ
বিশিষ্ট বামন লেমুর (Fat-tailed
Dwarf Lemur)}.
Cheirogaleus minusculus {ক্ষুদ্র
লৌহ-ধূসর বামন লেমুর (Small
Iron-gray Dwarf Lemur)}
Cheirogaleus ravus {বৃহৎ লৌহ-ধূসর
বামন লেমুর (Large Iron-gray
Dwarf Lemur)}
Cheirogaleus sibreei
{সিব্রির বামন লেমুর (Sibree's
dwarf lemur)}
সূত্র :
http://www.animalinfo.org
http://www.arkive.org/
http://www.primate-sg.org/
http://www.omahazoo.com/