Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Mammalia
Order: Perissodactyla
Family: Equidae
Genus: Equus
Sub-genus: Hippotigris
Species: Equus zebra

পার্বত্য অঞ্চলের জেব্রা
ইংরেজি :
Mountain zebra

স্তন্যপায়ী শ্রেণির Equidae গোত্রের Equus গণের zebra উপগণের অন্তর্গত, েব্রা'র একটি প্রজাতি। এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম Equus zebra। ১৭৫৮ খ্রিষ্টাব্দে এই প্রজাতির  নামকরণ করেন Linnaeus। এদের পাওয়া যায় এ্যাঙ্গোলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। এই সব দেশের পার্বত্য অঞ্চলে এরা বসবাস করে, এই কারণে এদেরকে পার্বত্য জেব্রা বলা হয়। বর্তমানে এই প্রজাতির জেব্রাগুলোকে বিপন্ন তালিকাভুক্ত করা হয়েছে।

এই প্রজাতির জেব্রাগুলোকে দুটো উপ-প্রজাতিতে ভাগ করা হয়েছে। এই  ভাগ দুটো হলো
     Equus zebra zebra  (কেপ পার্বত্য জেব্রা)।
   
Equus zebra hartmannae (হার্টম্যান-এর পার্বত্য জেব্রা)।

নিচে এই প্রজাতির উপ-প্রজাতিগুলো সম্পর্কে আলোচনা করা হলো।

  Equus zebra zebra

এর বৈজ্ঞানিক নাম Equus zebra zebra
পার্বত্য এই জেব্রার উপ-প্রজাতিগুলো পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের দক্ষিণ ও পশ্চিমাংশে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের নামানুসারে এই জেব্রার নামকরণ করা হয়েছে কেপ পার্বত্য জেব্রা।

একে একটি বিপন্ন উপ-প্রজাতির জেব্রা হিসাবে বিবেচনা করা হয়। ১৯২২ খ্রিষ্টাব্দে এই জেব্রার সংখ্যা ছিল মাত্র ৪০০। ক্রমাগত হত্যার কারণে ১৯৬০ খ্রিষ্টাব্দের দিকে এর সংখ্যা এসে দাঁড়িয়েছিল ১৪০টি। এরপর এই জেব্রা সংরক্ষণের জন্য নানা রকমের ব্যবস্থা নেওয়ার ফলে ১৯৭৯ খ্রিষ্টব্দে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০০টি। ১৯৮৪ খ্রিষ্টাব্দে পার্বত্য জেব্রা জাতীয় পার্কে বৃদ্ধি পেয়ে ৪০০-তে উন্নীত হয়।

এর গায়ের রঙ বিশুদ্ধ সাদা। এদের ডোরা দাগগুলো নিষ্প্রভ কালো। এদের এক একটি দলে ৫-৭টি স্ত্রী জেব্রা থাকে। একটি পুরুষ জেব্রা এদের প্রধান হিসাবে নেতৃত্ব দেয়।

   
  Equus zebra hartmannae
এর বৈজ্ঞানিক নাম
Equus zebra hartmannae। ১৮৯৮ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন Matschie

পার্বত্য এই জেব্রার উপ-প্রজাতিগুলো পাওয়া যায়, এ্যাঙ্গোলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং নামিবিয়ার পশ্চিমাঞ্চলে। এর অপর নাম হার্টম্যান-এর পার্বত্য জেব্রা (Hartmann's mountain zebra)। এরা পার্বত্য ধাপ বেয়ে পাহাড়ে উঠতে পারে। এই জেব্রাগুলোর দলে ৭-১২টি জেব্রা থাকে।
 


সূত্র :
http://www.oregonzoo.org/discover/animals/damara-zebra
http://en.wikipedia.org/wiki/Zebra