Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Mammalia
Order: Perissodactyla
Family: Equidae
Genus: Equus
Sub-genus: Dolichohippus
Species: Equus grevyi

গ্রেভি'র জেব্রা
ইংরেজি :
Grévy's zebra

স্তন্যপায়ী শ্রেণির Equidae গোত্রের Equus গণের zebra উপগণের অন্তর্গত, েব্রা'র একটি প্রজাতি। এর উপগণ Dolichohippus। এই প্রজাতিটি এই উপগণের একমাত্র প্রজাতি এবং এর বৈজ্ঞানিক নাম Equus grevyi

 Dolichohippus উপগণের প্রজাতিগুলো পাওয়া গেছে, আফ্রিকা এবং এশিয়ার প্লিয়োসেন (Pliocene) এবং  প্লেইস্টোসেন (Pleistocene) ভূস্তরে। বিশেষ করে এশিয়ার চীন থেকে ভারতবর্ষে এই পর্যন্ত এই উপগণের কিছু প্রজাতির জীবাশ্ম পাওয়া গেছে। এই সকল জীবাশ্মের প্রাণীগুলোর সাথে  গ্রেভি'র জেব্রার মিল আছে।

১৮৮২ খ্রিষ্টাব্দে এই প্রজাতির  নামকরণ করেন Oustalet। আকারে অনেক বড়, এই কারণে একে অনেক সময় রাজকীয় জেব্রা বলা হয়। তবে সাধারণভাবে একে বলা হয় গ্রেভি'র জেব্রা। উল্লেখ্য, ১৮৮২ খ্রিষ্টাব্দে ফরাসি প্রকৃতিবিশারদ Émile Oustalet এই জেব্রা সম্পর্কে প্রথম ব্যাখ্যা করেন। পরে ইনি ফরাসি প্রেসিডেন্ট François Paul Jules Grévy এর নামানুসারে এর নামকরণ করেন গ্রেভি'র জেব্রা।

এই জেব্রা পাওয়া যায় কেনিয়া এবং ইথিওপিয়া। অন্যান্য জেব্রার তুলনায় এরা উচ্চতায় বড় এবং বড় কানবিশিষ্ট। এদের কাঁধের কাছে উচ্চতা ১.৪৫-১.৬০ মিটার। মাথা থেকে লেজ পর্যন্ত এর দৈর্ঘ্য ৩৮-৭৫ সেন্টিমিটার। এদের ওজন ৩৫০-৪৫০ কেজি।

তুলনামূলকভাবে এদের কালো ডোরা দাগ সরু। এদের পেটের তলদেশে কোনো ডোরা দাগ নেই। এদের মুখের গড়ন গাধার মতো কিন্তু আচরণের দিক থেকে অন্যান্য জেব্রার মতো। এরা বসবাস করে মধ্যমাকরের তৃণবিশিষ্ট ভূমিতে। শুষ্ক মৌসুমে টানা ৫ দিন পানি না খেয়ে বেঁচে থাকতে পারে।


সূত্র :
http://www.oregonzoo.org/discover/animals/damara-zebra
http://en.wikipedia.org/wiki/Zebra