এ্যাস্পার্টিক এ্যাসিড
ইরেজি
Aspartic acid>বাংলা এ্যাস্পার্টিক এ্যাসিড।
ভিন্ন বানান: অ্যাস্পার্টিক অ্যাসিড।
সংক্ষিপ্ত নাম বা সাঙ্কেতিক নাম 
Asp বা D
রাসায়নিক সঙ্কেত:
HOOCCH(NH2)CH2COOH

এটি এক ধরনের আলফা এ্যামিনো এ্যাসিড। ১৮২৭ খ্রিষ্টাব্দে পিলসন আবিষ্কার করেন। স্নায়ু-উত্তেজনা প্রশমনকারী নিউরোট্রান্সমিটার। এর কারকারিতার ধরন অনেকটা
গ্লুটামেট (Glu)-এর মতো। তবে কার্যকারিতার বিচারে এ্যাস্পার্টিক এ্যাসিড বেশ মন্থর।