রাসায়নিক সঙ্কেত :
CO |
কার্বন বা কার্বন যৌগ অপর্যাপ্ত অক্সিজেন বা বায়ুতে পোড়ালে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এটি একটি বর্ণহীন, স্বাদহীন, অতি সামান্য গন্ধযুক্ত গ্যাস। বাতাস অপেক্ষা সামান্য হাল্কা এবং পানিতে সামান্য মাত্রায় দ্রবণীয়।
এই গ্যাসটি মুক্ত বাতাসে খুব
সামান্য পরিমাণে পাওয়া যায়। অনেক সময় দীর্ঘদিনের আবদ্ধ গুহা বা খনিতে এই গ্যাসটি
পাওয়া যায়। এছাড়া বিভিন্ন কারখানা, ইটের ভাটা থেকে এই গ্যাস তৈরি হয়।
পরীক্ষাগারে দ্স্তা এবং ক্যালসিয়াম কার্বোনেটের মিশ্রণ উত্তপ্ত করে এই গ্যাসটি তৈরি
করা হয়ে থাকে ।
Zn + CaCO3
→
ZnO + CaO + CO
এই গ্যাসটি বেশ বিষাক্ত। শ্বাসের সাথে এই গ্যাস শরীরে অধিক পরিমাণ প্রবেশ করলে, যন্ত্রণাহীন মৃত্যু ঘটে থাকে। এই কারণে, অনেক সময় যথাযথা নিরাপত্তা নেই, এমন খনির শ্রমিকদের জন্য এই গ্যাস মৃত্যুর কারণ হয়ে থাকে।