ইন্দ্রগোপমণি
ইংরেজি
Chrysoberyl
রাসায়নিক সূত্র : বেরিলিয়াম এ্যালুমিনিয়াম অক্সাইড
(BeAl2O4)
কাঠিন্য ৮.৫।
আপেক্ষিক গুরুত্ব ৩.৭০-৩.৭২।
প্রতিসরাঙ্ক ১.৭৪৪-১.৭৫৫
বিচ্ছুরণ : ০.০১৫।

বৈদূর্য (Beryl) গোত্রের রত্ন বিশেষ। এটি দেখতে টিয়াপাখির চোখের মতো। এর আকৃতি অনেকটা তালফলের মতন গোল। বর্ণের দিক থেকে এটি রক্তাভ, হরিদ্রাভ, পীতবর্ণ, ঈষৎ পাণ্ডুবর্ণ, ফিকা হলুদ বা সবুজাভ হলুদ বর্ণের হয়ে থাকে। উত্তাপ বা এ্যাসিডের সংস্পর্শে এই রত্নটির বর্ণের কোনো পরিবর্তন হয় না। এই রত্নটি চীন, ব্রাজিল, মাদাগাস্কা, মায়েনমার, রাশিয়া, শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে পাওয়া যায়।

জ্যোতিষশাস্ত্র মতে- এই রত্নটির ব্যবহারে চেহারার লাবণ্য ও ঐশ্বর্য বৃদ্ধি পায় ও দাস-দাসীতে সুখ প্রাপ্তি ঘটে।