বৈদূর্য
ইংরেজি Beryl  
রাসায়নিক সংকেত :
Be3Al2(SiO3)6.
রাসায়নিক নাম beryllium aluminium cyclosilicate

এক প্রকার খনিজ রত্নের সাধারণ নাম। এটি স্ফটিক পদ্ধতির বিচারে এটি হেক্সাগোনাল স্ফটিক পদ্ধতি (hexagonal crystal system)-র অন্তর্গত। বৈদূর্য মূলত বর্ণহীন। এর সাথে অন্যান্য দ্রব্য মিশে ভিন্ন ভিন্ন রঙের  বৈদূর্য তৈরি করে।

বৈদূর্য বিভিন্ন খনি থেকে সংগ্রহ করা হয়। উরাল পর্বতের অভ্র খনিতে এবং কলোম্বিয়ার চুনাপাথরের খনিতে বৈদূর্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া ইউরোপের টিন ও টাংস্ট্যান খনিতে এই রত্নটি সামান্য পরিমাণে পাওয়া যায়।

বৈদূর্য-এর অন্তর্গত রত্নের তালিকা
    পান্না
(Emerald)
    ইন্দ্রগোপমণি (Chrysoberyl)