'মহাসাগর হইতে সুশীতলরশ্মি-সম্পন্ন, সৌম্যমূর্ত্তি, নির্ম্মল শীতাংশু [চন্দ্র] উৎপন্ন হইলেন। তৎপরে ঘৃত হইতে শ্বেত পদ্মোপবিষ্টা লক্ষ্মী ও সুরাদেবী উঠিলেন। উচ্চৈঃশ্রবা নামে শ্বেতবর্ণ হয়-রত্ন ও ঘৃত হইতে উৎপন্ন হইল। পরে মহোজ্জল কৌস্তুভ-মণি ঘৃত হইতে সমুৎপন্ন হইয়া নারায়ণের বক্ষঃস্থলে লম্বমান হইল'।
[ মহাভারতের আদি পর্ব, অধ্যায় ১৮, শ্লোক ৩৭ [সমুদ্রমন্থনারম্ভ]
ভাগবত পুরাণ মতে-
তিনি মেঘের মতো শ্যামবর্ণ, পীতবস্ত্র পরিহিত, তাঁর বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং উজ্জ্বল কৌস্তুভ মণি তাঁর বক্ষকে আলোকিত করছিল।