তিব্বতের স্বচ্ছ পাথর স্ফটিক |
পাথর স্ফটিক
ইংরেজি
Rock Crystal।
রসায়নিক সঙ্কেত : সিলিকা
(সিলিকন ডাই অক্সাইড,
SiO2)।
এটি একটি স্ফটিকমণি (Quartz) গ্রুপের ত্রিকোণাকার (α-quartz) রত্ন। একে আদর্শ স্ফটিকমণি বলা হয়। সাধারণত এই রত্ন অত্যন্ত স্বচ্ছ এবং বর্ণহীন হয়। এই কারণে অনেকে একে স্বচ্ছস্ফটিক নামে অভিহিত করে থাকেন।
রত্ন বিশারদদের মতে এটি স্নিগ্ধ, শীতল। সামান্য অপদ্রব্য মিশ্রিত হওয়ার কারণে এই রত্ন অর্ধ-স্বচ্ছ রূপ ধারণ করে।
সাধারণ খনি থেকে এই রত্ন পাওয়া যায়। কখনো কখনো ঝর্ণার পানিতে পাওয়া যায়। এর প্রতিসরাঙ্ক ১.৫৪৪-১.৫৫৩, বিচ্ছুরণ : ০.০১৩। কাঠিন্য ৭। ব্রাজিল, মাদাগাস্কার, নেপাল, ভারত, চীনে পাওয়া যায়।
অলঙ্কারে এই পাথরটি ব্যবহার করা হয়। জ্যোতিষশাস্ত্রে একে চন্দ্র ও শুক্রগ্রহের জন্য শুভ ফলদায়ক হিসাবে বিবেচনা করা হয়।।