পোরজমণি
ইংরেজি : Peridot
অপর নাম : পিণ্ড।
কাঠিন্য : ৬.৫০-৭

পেক্ষিক গুরুত্ব : ৩.২৭-৩.৩৭
প্রতিসরাঙ্ক : ১.৬৫৪-১.৬৯০
বিচ্ছুরণ : ০.০২০
ি :
(Mg, Fe)2SiO4

রত্ন বিশেষ। প্রখর সূর্যের কিরণে গলিত বালুকার সাথে লহ মিশ্রিত হয়ে এই রত্নের সৃষ্টি হয়। এর উপাদান ল, ম্যাগনেসিয়াম ও বালুকা। এর গায়ের উপরিভাগ সামান্য লাল ও নিম্নভাগ হরিদ্রাভ দেখা যায়। কিছু কিছু রত্নে কাটাভসহ ঘর সবুজ বা হলদে বর্ণ দখা যায়। অনেক সময় সবুজ বর্ণের মধ্যে রক্তাভাব অস্তিত্ব থাকে।

জ্যতিষশাস্ত্র মতে- এই রত্ন কুষ্ঠরোগ, মাথার রাগ, পিত্তরোগ উপশম করে। এর ব্যবহারে ঋণমুক্ত হওয়া যায় এবং অনিদ্রা ও দুশ্চিন্তা থকে রক্ষা করে।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Peridot