পুলকমণি
ইংরেজি
Garnet।
রাসায়নিক
সূত্র
:
The general formula X3Y2(SiO4)3।
এটি
একটি উজ্জ্বল আভাময় রত্ন। অস্ব ও অস্বচ্ছ উভয় প্রকারের পুলকমণি দখা যায়। এটি অনেকটা
গোমেদ-এর
মতো।
এর বর্ণ
হলুদ,
সবুজ, কালো,
বেগুনী
এবং তামাটে বর্ণের হয়ে থাকে। এর মধ্যে উজ্জ্বল রক্তাভ খয়েরী বর্ণের রত্নই উত্তম বলে
বিবেচিত হয়। অনেক সময় সাদা বা ঈষৎ
রক্তাভ পুলকমণিও দেখা
যায়। এককথায় নীল ছাড়া
আর
প্রায় সকল বর্ণে কমবেশী পুলকমণি পাওয়া যায়। এ্যালুমিনিয়াম,
ম্যাগনেশিয়াম, লৗহ ও
বালুকার সংমিশ্রণে
এই রত্ন
সৃষ্টি হয়। মাঝে মাঝে ক্রোমিক অক্সাইডের সংমিশ্রণও দেখা
যায়।
এর
কাঠিন্য ৬.৫-৭.৫,
আপেক্ষিক
গুরুত্ব ৩.৪৪-৩.৬২,
প্রতিসরাঙ্ক
১.৭০-১.৯৪,
বিচ্ছুরণ ০.০২৪-০.০২৮।
অস্ট্রেলিয়া, ইংল্যাণ্ড, ভারত (মাদ্রাজ, হায়দ্রাবাদ), মার্কিন যুক্তরাষ্ট্র, স্কটল্যাণ্ড, সিংহল প্রভৃতি স্থানে পাওয়া যায়।
জ্যোতিষশাস্ত্র মতে– রাহু, মঙ্গল, রবি গ্রহের অশুভ প্রভাব প্রতিকারের জন্য এই রত্ন খুব ভালো ফল দেয়। এ ছাড়া দেহের লাবণ্য বৃদ্ধি, মানসিক প্রফুল্লতা, অর্শ ও চর্মরোগের প্রতিকারের জন্য এই পাথর ধারণের বিধান আছে।