অনন্যা
ভারতে নির্মিত সবাক কাহিনি-চলচ্চিত্র।
দেখুন: প্রচার পুস্তিকা
প্রযোজনা: কানন দেবী
পরিচালক: সব্যসাচী
কাহিনি: কল্যাণী মুখোপাধ্যায়
চিত্রনাট্য ও সংলাপ: বিনয় চট্টোপাধ্যায়
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর ও শৈলেন রায়
মুক্তি: ৮ এপ্রিল ১৯৪৯
ভাষা: বাংলা।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
চরিত্র:
কানন দেবী,
কুমারী রুনু চট্টোপাধ্যায়, অনুভা গুপ্তা, রেবা বসু, বিজলী, আশা, কমল মিত্র, পূর্ণেন্দু মুখোপাধ্যায়, বিপিন গুপ্ত,
বিমান বন্দোপাধ্যায়, দিলীপ, ফণী রায়, বিকাশ রায়, হরিধন বন্দ্যোপাধ্যায় সন্তোষ দাস, পঞ্চানন ভুজঙ্গ রায়, অমত চৌধুরী, গোলাম মহম্মদ
ব্যবহৃত গান:
- এই লভিনু সঙ্গ তব [রবীন্দ্রনাথ ঠাকুর]
- হারে রে রে আমায় ছেড়ে দে রে দে রে [রবীন্দ্রনাথ ঠাকুর]
- মায়ের এ বুক কে ভরেছে [শৈলেন রায়]
- আমাদের যাত্রা হলো শুরু [রবীন্দ্রনাথ ঠাকুর]
- ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে [রবীন্দ্রনাথ ঠাকুর]
সূত্র: