বিদ্যাপতি
ভারতে নির্মিত সবাক কাহিনি-চলচ্চিত্র।
 
প্রযোজনা: নিউ থিয়েটারস লিমিটেডে
পরিচালক: দেবকী বসু
কাহিনিকার:
দেবকী বসু
চিত্রনাট্য: দেবকী বসু
মুক্তি: ১৯৩৭
ভাষা:
বাংলা।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
দৈর্ঘ্য: ১৫৫ মিনিট
চরিত্র: পাহাড়ি, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ছায়াদেবী, কানন দেবী, কৃষ্ণা চন্দ্র দে, লীলা দেশাই, পৃথ্বীরাজ, অমর মল্লিক, কে.এন, সিংহ, দেববালা, নিমো, অহী সন্যাল, কিদার নাথ শর্মা, শৈলেন পল, রামপিয়ারি।

এই ছবিতে ব্যবহৃত গানের তালিকা।

  • মধুঋতু মধুকর পতি
  • আজু রজনী হম
  • সজল নয়ন করি
  • অব মথুরাপরে মাধব গেল
  • নব বৃন্দাবন নব নব তরুগণ
  • সখি হে হমর দুখক নহি ওরে রে
  • অঙ্গন আওব যব রসিয়া
  • রাই বিনোদিনী দোলো ঝুলন দোলায় [তথ্য]  [নজরুলের রচিত]
  • সখি কে বলে পীরিতি ভালো
  • ওরে রে সফল হবে সকল পূজা
  • আমার বাহির দুয়ার কপাট লেগেছে
  • ও তোর অভিনয় লগ্ন এলো [রচনা শৈলেন রায়]

সূত্র: