আইবিএম-এর হার্ডডিস্কসমূহ


১৯৫৩ খ্রিষ্টাব্দে আইবিএম-এর সানজোস ক্যালিফোর্নিয়া পরীক্ষাগারে, রেনোল্ড জনসন
(Reynold Johnson) হার্ডডিস্ক উদ্ভাবন করেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দে আইবিএম তাদের 305 RAMAC কম্পিউটারের সাথে প্রথম হার্ডডিস্ক সংযোজন করে। এর মডেল নম্বর ছিল -IBM 350। এরপর থেকে ধাপে ধাপে কম্পিউটারে তথ্য সংরক্ষণের একটি অপরিহার্য ডিভাইস হিসেবে চিহ্নিত হয়েছে।


IBM 350
১৯৫৩ খ্রিষ্টাব্দে আইবিএম-এর সানজোস ক্যালিফোর্নিয়া পরীক্ষাগারে, রেনোল্ড জনসন (Reynold Johnson) হার্ডডিস্ক উদ্ভাবন করেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দে আইবিএম তাদের 305 RAMAC কম্পিউটারের সাথে প্রথম হার্ডডিস্ক সংযোজন করে। এই হার্ডডিস্কে ব্যবহার করা হয়েছিল ২৪ ইঞ্চি ব্যাসের ৫০টি চাকতি (platter)। এই হার্ডডিস্কের সর্বমোট তথ্য রাখা যেতে- ৪.৭৬৮৩ মেগাবাইট। এর ৫০টি চাকতির উভয়দিকে ১০০টি তলের তথ্য ২টি হেড ব্যবহার করা হয়েছিল। প্রতি তলে ছিল ১০০টি তথ্যরেখা (track)। এর ঘুর্ণনগতি ছিল ১২০০ বার/প্রতিমিনিট। আর তথ্য সঞ্চালন গতি ছিল প্রতি সেকেন্ডে ৮,৮০০ বর্ণচিহ্ন (character)। দুটি হেডের মাধ্যমে এই চাকতি থেকে গড় ১ সেকেন্ড প্রবেশসময়ে তথ্য পাঠ করার সুবিধা পাওয়া যেতো। এর উন্নততর হার্ডডিস্ক উদ্ভাবনের পর ১৯৬৯ খ্রিষ্টাব্দে আইবিএম এই হার্ডডিস্ক প্রত্যাহার করে নিয়েছিল।

IBM 1301
১৯৫৩ খ্রিষ্টাব্দের ২ জুন-এ  অাইবিএম-এর এই হার্ডডিস্ক উদ্ভাবন করে। এই হার্ডডিস্ক ব্যবহার করা হয়েছিল 'IBM 7000 series mainframe computers'-এর সাথে।  ক্রমশ ...।

 


১৯৫৬ খ্রিষ্টাব্দে আইবিএম প্রথম  IBM 350 হার্ডডিস্ক উদ্ভাবন করে। এই হার্ডডিস্ক তাদের 305 RAMAC কম্পিউটারের সাথে ব্যবহার করেছিল।
১৯৬১ খ্রিষ্টাব্দ আইবিএম তাদের দ্বিতীয় হার্ডডিস্ক IBM 1301 উদ্ভাবন করে। এই হার্ডডিস্ক ব্যবহার করা হয়েছিল
'IBM 7000 series mainframe computers'-এর সাথে।  
ক্রমশ ...।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/History_of_hard_disk_drives