AA 
(এএ)
ইংরেজি Auto Answer
-এর শব্দসংক্ষেপ।
 এর সমার্থ বাংলা স্বয়ং-উত্তর।  
 কম্পিউটারে ব্যবহৃত 
মডেম 
সুনির্দিষ্ট আলোকসঙ্কেতের বিচারে এই বিষয়টি নির্ধারিত হয়। যখন বাইরে থেকে কোন তথ্য মডেমের মাধ্যমে 
 কম্পিউটারে প্রবেশ করার প্রস্তুতি নেয়, 
তখন উক্ত তথ্য গ্রহণের জন্য 
মডেম 
 নিজেকে সক্রিয় করে তোলে। এই অবস্থায় ‘স্বয়ং-উত্তর’--এর জন্য নির্ধারিত আলোক-সঙ্কেত উজ্জ্বল হয়ে উঠে। 
 যদি এই আলোক-সঙ্কেত আলো প্রদান না করে, তা হলে বুঝতে হবে, 
 মডেমটি 
 বাইরে থেকে আগত কোন সঙ্কেত গ্রহণে প্রস্তুত হয় নাই।