এবায়োস
ABIOS
কম্পিউটারে ব্যবহৃত 
এক প্রকার 
বায়োস।
এর পুরো অর্থ হলো-
 Advanced BIOS
।
এটি একটি ফার্মওয়্যার সার্ভিস রুটিন। মূলত কম্পিটারের নিরাপদ দশায় 
 (Protected Mode) 
চালাতে কাজ করে। এই 
বায়োস
প্রথম ব্যবহৃত হয়েছিল আইবিএম পিসি/২  
(IBM 
PS/2 ) 
কম্পিউটারে, ওএস/২ পরিচালন পদ্ধতিতে। বর্তমানে সব কম্পিউটারেই এই 
বায়োস
 ব্যবহার করা 
হয়।