এ্যাঙ্কর ট্যাগ
<A>

এইচটিএমএল প্রোগ্রামে ব্যবহৃত Anchor Tag নামক ট্যাগের ব্যবহারিক চিহ্ন হলো <A>। এই ট্যাগের সাহায্যে ওয়েবপৃষ্ঠাগুলোর মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়। মূলত ভিন্ন ভিন্ন নথি বা একই নথির ভিতরে যোগাযোগ বা সংযোগ প্রদানের জন্য এই ট্যাগ ব্যবহৃত হয়। এই ট্যাগের সাথে ভিন্ন ভিন্ন সহায়ক নির্দেশনা ব্যবহার করে, বিভিন্ন ব্যবহারিক সুবিধা গড়ে তোলা হয়। যেমন- হাইপার সংযোগের ক্ষেত্রে এই ট্যাগের সাথে এ্যাট্রিবিউট হিসাবে HREF ব্যবহার করা হয়<। দেখুন : HREF । সর্বনিম্ন-উপযোগী: HTML ২।
                                   উদাহরণ: <
A HREF = http://www.annu.com/>Visit Onushilon</A>