এই ল্যাঙ্গুয়েজে লিখিত তথ্যকে দেখার জন্য একটি পৃথক সফটওয়্যারের প্রয়োজন হয়। একে বলা হয় ওয়েব ব্রাউজার (web browsers), সংক্ষেপে ব্রাউজার। এই ব্রাউজারের দ্বারা উপস্থাপিত এইএচটিএমএল ফাইলকে বলা হয় ওয়েবপেজ।
HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয়। এতে কিছু নির্দেশক সঙ্কেত ব্যবহার করা হয়। একে বলা হয় markup tag। এই ট্যাগগুলো দ্বারা তথ্যকে আবদ্ধ করা হয়। ট্যাগের প্রকৃতি অনুসারে ব্রাউজার তা প্রকাশ করে মাত্র। এই কারণে একে Markup Language বলা হয়।
এইচটিএমএল-এর ইতিহাস
১৯৮০ খ্রিষ্টাব্দের জুন-ডিসেম্বর
টিম বার্নারস লি (Tim
Berners-Lee)
সুইজারল্যান্ডের জেনেভা নগরীতে অবস্থিত
CERN
নামক একটি
প্রতিষ্ঠানে (প্রতিষ্ঠানটি
পার্টিকল পদার্থ বিজ্ঞানের ইউরোপীয় গবেষণাগার হিসাবে পরিচিত) একটি নোটবুক
প্রোগ্রাম রচনা করেন। এই প্রোগ্রামটির নাম ছিল
"Enquire-Within-Upon-Everything"।
এর প্রোগ্রাম অনুসারে তিনি তথ্যসমূহের ভিতর আন্তঃযোগাযোগের জন্য সহায়ক গ্রন্থির (arbitrary
node)-এর
ব্যবস্থা করেন। প্রতিটি গ্রন্থির জন্য ছিল একটি শিরোনাম, ধরন এবং উভমুখী ধরনের
সংযোগের তালিকা। এই প্রোগ্রামটি ব্যবহার করা হয়েছিল—
SINTRAN-III
কম্পিউটারের
Norsk
Data machine-গুলোতে।
১৮৮৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে
টিম বার্নার্স
রচনা করেন
"Information Management: A
Proposal"। এবং গবেষকদের মতামত
পাওয়ার জন্য এই লেখাটি প্রচার করেন। ১৯৯০ খ্রিষ্টাব্দে
বার্নারস লি এই প্রোগ্রামকে
HTML -এর রূপ
দেন এবং এই প্রোগ্রাম দেখার উপযোগী ব্রাউজার তৈরি করেন। ১৯৯১ খ্রিষ্টাব্দের অক্টোবর
মাসে এই পুরো বিষয়কে জনসমক্ষে প্রকাশ করেন। এই সময় ওয়েবপে্জের উপযোগী নথিকে বর্ণনায়
HTML
-এর ট্যাগ
সম্পর্কে ব্যাখ্যা করেন। প্রাথমিকভাবে তিনি ১৮টি বিষয় উপস্থাপনের উপযোগী উপকরণ
ব্যবহারের ব্যবস্থা করেন। মূলত এটি ছিল
CERN
-এর একটি অনানুষ্ঠানিক নথি।
১৯৯২ খ্রিষ্টাব্দের জুন মাসে প্রথম অনানুষ্ঠানিক HTML DTD খসড়া উপস্থাপন করা হয়। এরপর ৭টি সংশোধনী আনা হয় যথক্রমে ১৫ জুলাই, ৬ আগষ্ট, ১৮ আগষ্ট, ১৭ নভেম্বর, ১৯ নভেম্বর এবং ২২ নভেম্বর তারিখে। নভেম্বর মাসেই এর একটি চূড়ান্ত সংস্করণ প্রকাশ করা হয় HTML DTD 1.1 নামে। মজার ব্যাপার হলো এর 1.0 সংখ্যক সংস্করণ প্রকাশিত হয় নি।
১৯৯২ খ্রিষ্টাব্দের জুন মাসে ইন্টারনেট-খসড়া হিসাবে IETF IIIR Working Group প্রকাশ করে Hypertext Markup Language নামে। এর এক মাস পরে এতে পরিবর্তন আনা হয় এর দ্বিতীয় সংস্করণে। এরপরে আরও ৬টি খসড়া উপস্থাপিত করা হয়েছিল পর্যাক্রমে। এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় HTML 2.0 ।
১৯৯৩ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে IETF প্রকাশ করে HTML+। এর উন্নয়ন করা হয়েছিল ইন্টারনেটের জন্য ১৯৯৪ খ্রিষ্টাব্দে এটি বাতিল হয়ে যায়। ১৯৯৫ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে HTML 3.0 উপস্থাপন করা হয়। ইতিমধ্যে ইন্টারনেট ভিত্তিক ডকুমেন্ট উপস্থাপনের জন্য আরও কিছু প্রতিষ্ঠান কাজ শুরু করেছিল। এর ভিতরে W3C নিজেরাই ব্রাউজার উন্নয়নের কাজ শুরু করে দিয়েছিল। এদের ব্রাউজারের নাম ছিল Arena। এতে HTML 3.0 এবং Cascading Style Sheets ব্যবহারে সুবিধা আনা হয়েছিল। শেষ পর্যন্ত HTML 3.0 প্রতিষ্ঠা লাভ করতে ব্যর্থ হয়।
১৯৯৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে IETF তাদের HTML Working Group-এর কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর ১৯৯৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে W3C -এর অনুমতি সাপেক্ষে প্রকাশিত হয় HTML 3.2। এরপর ১৯৯৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে প্রকাশিত হয় HTML 4.0। ১৯৯৮ খ্রিষ্টাব্দের HTML 4.0-এর সামান্য কিছু পরিবর্তন করা হয়। কিন্তু এই সংস্করণের জন্য সংস্করণ সংখ্যামান বৃদ্ধি করা হয় নাই।
১৯৯৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর প্রকাশিত হয়
HTML 4.01সংস্করণ।
২০০৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে প্রকাশ করা হয়
HTML5
সংস্করণ।
সূত্র :
এইচটিএমএল ৪.০ ও জাভাস্ক্রিপ্ট। কামরুল হায়দার। সিসটেক পাবলিকেশন্স।
আগষ্ট-২০০০।
কম্পিউটার কোষ। কামরুল হায়দার। সিসটেক পাবলিকেশন্স। মার্চ-২০০১।
Microsoft
Computer Dictionary, 1997 Edition
http://www.w3.org/History.html