ব্রাউজার
Browser

কম্পিউটারে যে সফ্‌ট্‌অয়্যারের মাধ্যমে কোনো কাঙ্ক্ষিত বিষয়ে পরিভ্রমণ করা যায়। বর্তমানে সাধারণভাবে ব্রাউজার বলতে ওয়েবব্রাউজার-কে
(Web Browser) বুঝানো হয়ে থাকে। এই ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবপেজে ঢুকা যায়। ব্রাউজারের সাহায্যে এই সকল ওয়েব পেজে সংযুক্ত লেখা পড়া যায়, শব্দ শোনা যায় বা ছবি দেখা যায়।

মূলত প্রতিটি ওয়েবপেজ একটি সুনির্দিষ্ট রীতিতে একধরনের কম্পিউটার  প্রোগ্রাম অনুসারে লেখা হয়। এই লেখা ব্রাউজারের সাথে প্রদেয়  অনুবাদক প্রোগ্রাম অনুবাদ করে প্রদর্শন করে থাকে।
১. মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার (আপনি উইন্ডোজ ব্যবহারকারীরা এই ব্রাউজার উইন্ডোজ অপারেটিং সিসটেমের সাথেই পেয়ে যান)
২. মোজিলা ফায়ারফক্স
৩. গুগল ক্রোম
৪. অপেরা।