কম্পিউটার নেটওয়ার্ক
Computer network
তথ্য প্রযুক্তিতে দুই বা ততোধিক
কম্পিউটারের মাধ্যমে গড়ে তোলা
নেটওয়ার্ক।
এই ধরনের
নেটওয়ার্কের
মাধ্যমে
কম্পিউটার ব্যবহারকারীরা
তাঁদের ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন
বা এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারেন।
কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে
হার্ডঅয়্যার ভিত্তিক
একটি বিন্যাস স্থাপন করা হয়। আর এই নেটওয়ার্ক পরিচালিত হয়ে থাকে কিছু বিশেষ ধরণের
সফ্ট্অয়্যার
দ্বারা।
কম্পিউটার নেটওয়ার্কের কর্মক্ষেত্রের পরিসর অনুসারে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়।
যেমনLAN (Local area network)
:
লোকাল এরিয়া নেটওয়ার্ক
MAN (Metropolitan area network)
: মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক
WAN (Wide area network)
: ওয়াইড এরিযয়া নেটওয়ার্ক
Enterprise private network
: এন্টারপ্রাইজ
প্রাইভেট নেটওয়ার্ক