কম্পিউটারে ব্যবহৃত প্রথম হার্ডডিস্ক।
১৯৫৩ খ্রিষ্টাব্দে আইবিএম-এর সানজোস ক্যালিফোর্নিয়া পরীক্ষাগারে, রেনোল্ড জনসন 
(Reynold Johnson)
 প্রথম হার্ডডিস্কটি উদ্ভাবন করেছিলেন। এর নাম ছিল
 
 IBM 305
 ।১৯৫৬ খ্রিষ্টাব্দে আইবিএম তাদের 305 RAMAC
 
কম্পিউটারের সাথে এই  হার্ডডিস্কটি সংযোজন করা হয়েছিল।
১৯৬১ খ্রিষ্টাব্দে এর উন্নতর সংস্করণ তৈরি করে। এই সংস্করণটির নাম ছিল
 
IBM 1301।
এর প্লটারের ঘূর্ণগতি ছিল ১৮০০ প্রতি/মিনিট। 
প্লটারগুলোর প্রতি ইঞ্চিতে ৫০টি ট্র্যাক ছিল এবং প্রতি ইঞ্চিতে ৫২০ বিট তথ্য 
সংরক্ষণ করা সম্ভব হয়েছিল। 
এই হার্ডিস্কটির দুটি মডেল তৈরি হয়েছিল। মডেল দুটির নাম রাখা হয়েছিল-Model 
1 এবং
Model 2। 
সূত্র :