হাইপার লিঙ্ক
ইংরেজি :
Hyperlink

বিভিন্ন ধরনের তথ্যবলির ভিতর আন্তঃসংযোগ স্থাপন করা একটি ব্যবস্থাই হচ্ছে হাইপার লিঙ্ক। বিভিন্ন ধরনের তথ্য ব্যবস্থাপনায় এর ব্যবহার রয়েছে। তবে ওয়েব পেজে এর ব্যবহার সর্বাধিক।

এই শব্দের প্রথমেই রয়েছে হাইপার শব্দ। শব্দটি শুনলেই মনে পড়ে যায় কল্প-বিজ্ঞান কাহিনীর হাইপার ড্রাইভের কথা। যেখানে কতিপয় মহাকাশযাত্রী তাঁদের যাত্রা শুরু করেছেন হাজার আলোকবর্ষ দূরের কোনো নক্ষত্রলোকের দিকে। অর্থাৎ আলোর গতিতে চললেও তাদের হাজার বছর লেগে যাবার কথা। অতি সংক্ষিপ্ত সময়ে সে দূরত্ব অতিক্রম করার জন্য গল্পের অভিযাত্রীরা হাইপার ড্রাইভ দিয়ে তাদের ভ্রমণপথকে সংক্ষিপ্ততর করে তুলেছেন। এই ভাষার হাইপারও কিন্তু তেমনি। এখানে যে হাইপার কৌশল ব্যবহার করা হয়, তার সাহায্যে বিষয় থেকে বিষয়ান্তরে লাফিয়ে লাফিয়ে চলা যায়। অর্থাৎ এ কৌশলে মাউসের একটি ক্লিকে পাতার পর পাতা খুলে যায়। ধরা যাক, কোনো ওয়েব পেজ খুলে পাঠক বাংলাদেশের যাবতীয় তথ্যাবলী দেখছেন। তথ্যাবলীর একটি জায়গায় এসে দেখলেন, লেখা আছে, 'রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত'। এবার পাঠকের পদ্মা নদী সম্পর্কে কিছু জানার ইচ্ছা হলে, 'পদ্মা' লেখা জায়গায় এসে মাউস দিয়ে ক্লিক করলে, পাঠক মূহুর্তের মধ্যে পদ্মা সম্পর্কিত তথ্যাবলী, ও সেই সাথে রক্ষিত ছবি, পদ্মার ভয়ঙ্কর বন্যার সচলচিত্রের ভুবনে প্রবেশ করবেন। অবশ্য ওই ওয়েব পেইজটি আবার সেভাবে তৈরি করা থাকলেই তা সম্ভব হবে। এই ভাবে তৈরিকৃত তথ্য-সংযোগ ব্যবস্থাই হলো হাইপার লিঙ্ক ব্যবস্থা।

শব্দ, স্থির ও সচল ছবি ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যমের সম্মেলনে তৈরিকৃত ডকুমেন্ট। এর সাহায্যে হাইপার লিঙ্ক প্রযুক্তি ব্যবহার করে হাইপার মিডিয়ার যথার্থরূপ ফুটিয়ে তোলা হয়। কারণ হাইপার মিডিয়ার মিডিয়াগুলো ব্যবহার করা হয় বিচিত্র ধরনের হাইপার  লিঙ্কের মাধ্যমেএই মাধ্যম গুলো হতে পারে পাঠ্য সংযোগ বা চিত্র সংযোগ। এক্ষেত্রে দুটি ক্ষেত্র বিবেচনা করা হয়। একটি হলো সংযোগ মাধ্যম এবং প্রার্থিত সংযোগ উপকরণ।

ধরা যাক একটি সঙ্গীতের ফাইল রয়েছে। এই ফাইলটিকে বলতে পারি ধ্বনি উপাদান। মূল ওয়েপ পেজে 'সঙ্গীত' শব্দ লিখে তার সাথে সঙ্গীতের ফাইলটিকে যুক্ত করার জন্য হাইপার লিঙ্ক ব্যবস্থা যুক্ত করতে হবে। এক্ষেত্রে মূল ওয়েপ পেজে 'সঙ্গীত' শব্দটি হবে 'হাইপার লিঙ্ক  মাধ্যম' আর সঙ্গীতের ফাইলটি হবে প্রার্থিত সংযোগ উপকরণ। এই ভাবে, পাঠ্য, ধ্বনি, চিত্রকে  'হাইপার লিঙ্ক  মাধ্যম' দ্বারা যুক্ত করা যেতে পারে। 'হাইপার লিঙ্ক  মাধ্যম' হতে পারে দুই ধরনের।

  পাঠ্য হাইপার মাধ্যম (Text Hyper media)
এক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট শব্দ বা শব্দাবলির সাথে অন্য পাঠ্য, ধ্বনি বা চিত্রের সাথে, কোন বিষয়কে যুক্ত করে দেওয়া হয়। এই  উক্ত শব্দ শব্দ বা শব্দাবলিতে ক্লিক করে কাঙ্ক্ষিত বিষয়টিতে পৌঁছানো যায়। ধরা যাক, কোন ডকুমেন্টে পাখির বর্ণনা দিতে গিয়ে, 'ঈগল' শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন এই 'ঈগল' শব্দের উপর ক্লিক করে যদি 'ঈগল' নামক পৃথক তথ্যে পৌঁছানো যায়, তবে উক্ত ঈগল শব্দটি পাঠ্য হাইপার লিঙ্কের মর্যাদা লাভ করবে।
   
  চিত্র হাইপার মাধ্যম (Image Hyper media)
এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট  চিত্রের সাথে, কোন বিষয়কে যুক্ত করে দেওয়া হয়। উক্ত শব্দে চিত্রে ক্লিক করে কাঙ্ক্ষিত বিষয়টিতে পৌঁছানো যায়। ধরা যাক, কোন ডকুমেন্টে পাখির বর্ণনা দিতে গিয়ে, ঈগল শব্দের পরিবর্তে একটি 'ঈগল-এর ছবি' ব্যবহার করা হয়েছে। এখন এই ছবির উপর ক্লিক করে যদি 'ঈগল' নামক পৃথক তথ্য বা চিত্রে পৌঁছানো যায়, তবে উক্ত ঈগল চিত্রটি চিত্র হাইপার লিঙ্কের মর্যাদা লাভ করবে।

সূত্র :
এইচটিএমএল ৪.০ ও জাভাস্ক্রিপ্ট। কামরুল হায়দার। সিসটেক পাবলিকেশন্স। আগষ্ট-২০০০।
কম্পিউটার কোষ। কামরুল হায়দার। সিসটেক পাবলিকেশন্স। মার্চ-২০০১।
Microsoft Computer Dictionary, 1997 Edition