মাইক্রোসফট ওয়ার্ড
মাইক্রোসফট ওয়ার্ড
Microsoft Word

মাইক্রোসফট কর্পোরেশান কর্তৃক তৈরি করা- কম্পিউটারে লিখন, পঠন ও মুদ্রণ সুবিধা প্রদানকারী সফটওয়ার। বর্তামনে এই বিশেষ লিখন মাধ্যমটি মাইক্রোসফট অফিসের অংশভাগী হিসেবে পাওয়া যায়।

১৯৮৩ খ্রিষ্টাব্দে
মাইক্রোসফট মাল্টি-টুল ওয়ার্ড নামে জেনিক্স কম্পিউটার সিসটেম এবং মাইক্রোসফট ডস-এর জন্য বাজারজাত করেছিল। পরে এর নাম পরিবর্ত করে রাখা হয় মাইক্রোসফট ওয়ার্ড। এটি ছিল  ১.০ সংস্করণ। মাইক্রোসফট ডসের পাশাপাশি মাইক্রোসফট উইন্ডোজ সিসটেমের উন্নয়ন শুরু হয়। এই সময় মাইক্রোসফট উইন্ডোজের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোজ সংস্করণ তৈরি করা হয়। এই সময় এর অন্যতম প্রতিযোগী সফটওয়ারগুলো ছিল- ওয়ার্ড পারফেক্ট ও ওয়ার্ডস্টার।

১৯৮৫ খ্রিষ্টাব্দে মাইক্রোসফট ওয়ার্ডে ২.০ সংস্করণে নানা ধরনের সংস্কার করা হয় এবং একই সাথে বানান পরীক্ষণ এবং শব্দ গণন ব্যবস্থা যুক্ত  করা হয়। এরপর পর্যায়েক্রমে ৫.০ সংস্করণ পর্যন্ত এতে নানাবিধ সুবিধা যুক্ত করা হয়। ১৯৯৩ খ্রিষ্টাব্দে এর ৬.০ সংস্করণ তৈরি করা হয়। এই সংস্করণটি ডস, উ‌ইন্ডোজ এবং ম্যাকিন্টজ তিনটি কম্পিউটার পরিচালন পদ্ধতির উপযোগী করে বাজারজাত করা হয়েছিল। ১৯৯৫ খ্রিষ্টাব্দে ৩২ বিট সংস্করণকে বাজারে ছাড়া হয়েছিল এমএস ওয়ার্ড ৯৫ নামে ১৯৯৭ সালে মাইক্রোসফট মাক-এর জন্য আলাদা বিভাগ খুলেছিল। এর উদ্দেশ্য ছিল ম্যাক ওএস-এর জন্য সফটওয়্যার তৈরি। ম্যাকের জন্য প্রথম ওয়ার্ড তৈরিকৃত সফটওয়ারটি ওয়ার্ড ৯৮ নামে মাকিন্টোশ সংস্করণ প্রকাশিত হয়েছিল। এটি ছিল ওয়ার্ড ৯৭ উপসযোগী। এর সাথে ছিল উইন্ডোজের ওয়ার্ড ৯৭ -এর বানান-পরীক্ষণসহ অন্যান্য বিষয়াদি।