পিএইচপি
PHP (Personal Home PagePHP: Hypertext Preprocessor)

এটি কম্পিউটারে ব্যবহৃত একটি স্ক্রিপ্টিং ভাষা। ১৯৯৫ সালে র‌্যাসমুস লের্ডোর্ফ (Rasmus Lerdorf) এর উন্নয়ন করেন। মূলত সৃজনী ওয়েবপেজ (dynamic web pages) উন্নয়নে এই ভাষার উন্নয়ন করা হয়েছে। পিএইচপি ভিত্তিক ওয়েব-পৃষ্ঠা উন্নয়নে যে ফাইল তৈরি করা হয়, তার সাধারণ নামপিএইচপি ফাইল। এতে থাকতে পারে- যে কোন লিখিত তথ্য, এইচটিএমএল ট্যাগসমূহ এবং পিএইচপি- সমর্থক স্ক্রিপ্ট। এই ফাইলের বর্ধিতাংশ হতে পারে- "php", ".php3", or ".phtml"। এই ফাইলের সার্বিক ফলাফল ওয়েব-ব্রাউজার সাধারণ এইচটিএমএলের মতোই প্রদর্শন করে। ফলে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীরা এই ফাইল দেখে  পিএইচপি'র কোনো বিশেষ বৈশিষ্ট্য ধরতে পারেন না। কিন্তু ওয়েব মাস্টারদের কাছে তা অনেকক্ষেত্রে সংপ্রশ্ন (challenge) হিসাব দাঁড়ায়।

পিএইচপি'র ব্যবহারিক সুবিধা:
যে সকল কারণে ওয়েব-পৃষ্ঠা উন্নয়নকারীরা পিএইচপি-কে বেছে নেন, তা হলো

উপাত্তঘাঁটি এবং পিএইচপি :
পিএইচপি ভিত্তিক ওয়েব পৃষ্ঠা দিয়ে উপাত্তকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন হয়, একটি উপাত্ত-পদ্ধতি। সাধারণভাবে এর নাম উপাত্তঘাঁটি (database)। এই উপাত্তঘাঁটি যেটাই হোক, তা চালাতে হয় একটি সার্ভার থেকে। এই পরিসেবার জন্য বিভিন্ন ধরণের উপাত্তঘাঁটি রয়েছে। যেহেতু সৃজনী ওয়েব-পৃষ্ঠা তৈরির ক্ষেত্রে একটি  উপাত্তঘাঁটি ব্যবহার করবো। তাই প্রথমেই নির্বাচন করতে হবে- কোন উপাত্তঘাঁটি ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে যে কোন সার্ভার ব্যবহার করে, কাজটি শুরু করা যেতে পারে। এই ক্ষেত্রে আমরা বেছে নিয়েছি সাধারণভাবে প্রচলিত MySQL শুরুতেই আমরা এই উপাত্তঘাঁটি নির্ভর পিএইচপি নিয়ে আলোচনা করবো। এই উপাত্তঘাঁটি ব্যবহারের বড় সুবিধা হলো

পিএচপি'র শুরু
সৃজনী ওয়েব-পৃষ্ঠা উন্নয়নের লক্ষ্যে অগ্রসর হতে গেলে
 
সবার আগে অবশ্যই কম্পিউটারে দুটি উপকরণের সংস্থাপন করতে হবে। বিষয় দুটি হলো

এক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু সমস্যা হতে পারে। যেমন

উপরোক্ত আলোচনা অনুসারে, অবশ্যই উপরের তিনটি উপকরণ (পিএইচপি, উপাত্তঘাঁটি এবং সার্ভার) স্থানীয় কম্পিউটারে সংস্থাপন করতে হবে। এই উপকরণ তিনটি পৃথকভাবে সংস্থাপন করা যায়। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান, ওয়েবপৃষ্ঠা উন্নয়নকারীদের জন্য এই তিনটি উপকরণের সমন্বয়ে একটি সাধারণ প্যাকেজের অধীনে সংস্থাপন করার উপযোগী সফটওয়্যার বাজারজাত করেছে। যেমন  Xampp server, uniform server, wamp server ইত্যাদি।