কোস্সুটিয়া
Cossutia
প্রখ্যাত রোমান সেনাপতি ও শাসক জুলিয়াস সিজারের প্রথম স্ত্রী বা বাগদত্তা।

ইনি ছিলেন তৎকালীন রোমের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা। তবে তিনি রোমান সিনেটের সম্মানিতা কোনো সদস্য ছিলেন না। মূলত কোনো কারণে জুলিয়াস সিজারে পিতা তাঁকে পছন্দ করেছিলেন এবং তাঁকে পুত্রবধু করার অঙ্গীকার করেন। কোনো কোনো মতে জুলিয়াস সিজার তাঁকে বিবাহ করেছিলেন।

কিন্তু জুলিয়াস এই বিবাহকে মেনে নিতে পারেন নি। তাই খ্রিষ্টপূর্ব ৮৫ অব্দে তাঁর পিতার মৃত্যুর পর, খ্রিষ্টপূর্ব ৮৪ অব্দে তিনি কোস্সুটিয়াকে ত্যাগ করেন। এই তরুণীর গর্ভে তাঁর সন্তানও জন্মগ্রহণ করে নি। অনেক ঐতিহাসিক মনে করেন যে, তাঁর পিতা এই কন্যার সাথে জুলিয়াসের বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু বিয়ের আগেই তাঁর পিতা মৃত্যুবরণ করায়, তিনি সম্পর্ককে ভেঙে দিয়েছিলেন। 
 
ধারণ করা হয়, তিনি  খ্রিষ্টপূর্ব ৮৪ অব্দে এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ইটালির পিসা নগরীতে চলে যান এবং ওই বৎসরেই সেখানেই মৃত্যুবরণ করেন।

 

সূত্র :
বাংলা বিশ্বকোষ। চতুর্থ খণ্ড। নওরোজ কিতাবিস্তান। নবেম্বর ১৯৯৭৬।
http://www.vroma.org/~bmcmanus/caesar.html