আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব
ইসলাম ধর্মের প্রচারক।
হজরত মুহম্মদ (সাঃ) - এর
পিতা।
৫৪৬ খ্রিষ্টাব্দে (৭৮ হিজরি-পূর্বাব্দ)
আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে জন্ম গ্রহণ করেন ।
পিতাব নাম আব্দুল মুত্তালিব। মায়ের নাম ফাতিমা বিনতে আমর।
আব্দুল মুত্তালিব তাঁর আব্দুল্লাহকে সাথে নিয়ে- ফাতিমার পিতা
ওয়াহাব ইবনে আব্দুল মানাফের কাছে যান। তিনি ওয়াহাবের কাছে তাঁর কন্যা ফাতিমার সাথে
তাঁর পুত্র আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দেন। একই সাথে তিনি আব্দুল মানাফের
কন্যা হালাহকে নিজের জন্য পছন্নদ করেন। ওয়াহাব উভয় বিবাহে সম্মতি দিলে- একই আসরে
আব্দুল্লার সাথে ফাতিমার এবং মুত্তালিবের সাথে হালাহ-এর বিবাহ হয়।
আরবের রীতি অনুসারে বিবাহের পর, আব্দুল্লাহ তাঁর স্ত্রী আমিনার সাথে শ্বশুড়বাড়িতে
তিনদিন বসবাস করেন। পরে তিনি স্বস্ত্রীক নিজ বাড়িতে চলে আসেন। ৫৭০ খ্রিষ্টাব্দে
আমিনা অন্তঃসত্তা হওয়ার পর, আব্দুল্লাহ অজ্ঞাত রোগে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর
পর আমিনার গর্ভে
হজরত মুহম্মদ (সাঃ) এর
জন্ম হয়।