আবু বকর সিদ্দিক
(১৯৩৬- ? খ্রিষ্টাব্দ)
কবি, ঔপনাস্যিক, ছোটগল্পকার, সমালোচক।
১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট (রবিবার, ২ ভাদ্র ১৩৪১) বাগেরহাটে জেলার গোটাপাড়া গ্রামে
মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মতিয়র রহমান পাটোয়ারী ছিলেন সরকারি চাকুরিজীবী।
মা মতিবিবি ছিলেন গৃহিণী। তাঁর পৈতৃক নিবাস ছিল বাগেরহাট জেলার বৈটপুর গ্রামে।
উল্লেখ্য, মতিয়র রহমান পাটোয়ারী
চাকরির সুবাদে ১৯৩৫ খ্রিষ্টাব্দ হুগলিতে বাস করতেন। ফলে তাঁর শৈশবের প্রথমার্থ
কেটেছে হুগলিতে। ১৯৪৩ খ্রিষ্টাব্দে তিনি বর্ধমানে বদলি হন। এই সময়ে তিনি পিতামাতার
সাথে বর্ধমানে কাটান।
পরে তাঁর পিতা তাঁকে বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন।
১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি যখন পঞ্চম শ্রেণির ছাত্র, তখন বর্ধমান জেলা কংগ্রেসের
সাধারণ সম্পাদক আবদুস সাত্তার-সম্পাদিত বর্ধমানের কথা পত্রিকায় তাঁর প্রথম কবিতা
মুদ্রিত হয়।
১৯৫২ খ্রিষ্টাব্দে তিনি বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায়
পাশ করেন। এরপর তিনি সরাকরি পিসি কলেজে
ভর্তি হন। এই কলেজ থেকে তিনি ১৯৫৪ খ্রিষ্টাব্দে উচ্চমাধ্যমিক পাশ করেন। ১৯৫৬
খ্রিষ্টাব্দে এই কলেজ থেকেই স্নাতক ডিগ্রি লাভ করেন। এর তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৮ খ্রিষ্টাব্দে বাংলায় স্নাতকোত্তর
ডিগ্রি লাভ করেন।
স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি প্রথমে চাখার ফজলুল হক কলেজে শিক্ষকতা শুরু করেন।
এরপর তিনি পর্যায়ক্রমে দৌলতপুরা বি এল কলেজ,
বাগেরহাট পি.সি কলেজ, ফকিরহাট কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন। এরপর
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দের ৭
জুলাই সহযোগী অধ্যাপক হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
এরপর ঢাকার নটর ডেম কলেজ এবং কুইন্স বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।
পুরস্কার
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৮)
- মযহারুল ইসলাম কবিতা পুরস্কার (২০১৬)
- বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার
- বঙ্গভাষা সংস্কৃতি প্রচার সমিতি
পুরস্কার (কলকাতা)
- খুলনা সাহিত্য পরিষদ পুরস্কার
- বাগেরহাট ফাউন্ডেশন পুরস্কার
- ঋষিজ পদক
- বাংলাদেশ লেখিকা সংঘ স্বর্ণপদক
তাঁর রচিত সাহিত্যকর্ম
- উপন্যাস
- জলরক্ষস (১৯৮৫)
- খরাদাহ (১৯৮৭)
- বারুদপোড়া প্রহর (১৯৬৬)
- একাত্তরের হৃদভস্ম (১৯৯৭)
- ছোটগল্পগ্রন্থ
- ভূমিহীন দেশ (১৯৮৫)
- চরবিনাশকাল (১৯৮৭)
- মরে বাঁচার স্বাধীনতা (১৯৮৭)
- কুয়ো থেকে বেরিয়ে (১৯৯৪)
- ছায়াপ্রধান অঘ্রান (২০০০)
- কাব্যগ্রন্থ
- ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯)
- বিনিদ্র কালের ভেলা (১৯৭৬)
- হে লোকসভ্যতা (১৯৮৪)
- মানুষ তোমার বিক্ষত দিন (১৯৮৬)
- হেমন্তের সোনালতা (১৯৮৮)
- নিজস্ব এই মাতৃভাষায় (১৯৯৭)
- কালো কালো মেহনতী পাখি (২০০০)
- কংকালে অলংকার দিয়ো (২০০১)
- শ্যামল যাযাবর (২০০০)
- মানব হাড়ের হিম ও বিদ্যুত (২০০২)
- মনীষাকে ডেকে ডেকে (২০০২)
- আমার যত রক্তফোঁটা (২০০২)
- শ্রেষ্ঠ কবিতা (২০০২)
- কবিতা কোব্রামালা (২০০৫)
- বৃষ্টির কথা বলি বীজের কথা বলি (২০০৬)
- এইসব ভ্রুণশস্য (২০০৭)
- বাভী (২০০৮)
- নদীহারা মানুষের কথা (২০০৮)
- হট্টমালা (২০০১)
- প্রবন্ধ গ্রন্থ
- কালের কলস্বর (২০০১)
- সাহিত্যের সংগপ্রসংগ (২০০১)
- জীবনীগ্রন্থ
- স্মৃতিকথা
- সাতদিনের সুলতান (২০০২)
- প্রীতিময় স্মৃতিময় (২০১০)
- স্মরণের মুখশ্রী (২০১১)
- স্বদেশ পর্যায়ের গান [তালিকা]