আবু বকর সিদ্দিক
(১৯৩৬- ? খ্রিষ্টাব্দ)
কবি, ঔপনাস্যিক, ছোটগল্পকার, সমালোচক।

১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট (রবিবার, ২ ভাদ্র ১৩৪১) বাগেরহাটে জেলার গোটাপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মতিয়র রহমান পাটোয়ারী ছিলেন সরকারি চাকুরিজীবী। মা মতিবিবি ছিলেন গৃহিণী। তাঁর পৈতৃক নিবাস ছিল বাগেরহাট জেলার বৈটপুর গ্রামে।  উল্লেখ্য, মতিয়র রহমান পাটোয়ারী চাকরির সুবাদে ১৯৩৫ খ্রিষ্টাব্দ হুগলিতে বাস করতেন। ফলে তাঁর শৈশবের প্রথমার্থ কেটেছে হুগলিতে। ১৯৪৩ খ্রিষ্টাব্দে তিনি বর্ধমানে বদলি হন। এই সময়ে তিনি পিতামাতার সাথে বর্ধমানে কাটান।

পরে তাঁর পিতা তাঁকে বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। ১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি যখন পঞ্চম শ্রেণির ছাত্র, তখন বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার-সম্পাদিত বর্ধমানের কথা পত্রিকায় তাঁর প্রথম কবিতা মুদ্রিত হয়।

১৯৫২ খ্রিষ্টাব্দে তিনি বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। এরপর তিনি  সরাকরি পিসি কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে তিনি ১৯৫৪ খ্রিষ্টাব্দে উচ্চমাধ্যমিক  পাশ করেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দে এই কলেজ থেকেই স্নাতক ডিগ্রি লাভ করেন। এর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৮ খ্রিষ্টাব্দে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি প্রথমে চাখার ফজলুল হক কলেজে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে  দৌলতপুরা বি এল কলেজ, বাগেরহাট পি.সি কলেজ, ফকিরহাট কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দের ৭ জুলাই সহযোগী অধ্যাপক হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এরপর ঢাকার নটর ডেম কলেজ এবং কুইন্স বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

পুরস্কার


তাঁর রচিত সাহিত্যকর্ম