অক্ষয়চন্দ্র চৌধুরী
(১৮৫০-১৮৯৮ খ্রিষ্টাব্দ)।
বাঙলাভাষার একজন লেখক।

আন্দুলের বিখ্যাত চৌধুরী বংশে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম মিহিরচন্দ্র চৌধুরী। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. এবং বি.এল. পাশ করে এটর্নি হন।

জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তাঁর বন্ধু ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রগাঢ় সম্পর্ক গড়ে উঠে। কাব্য রচনায় বালক রবীন্দ্রনাথের উপর প্রাথমিক অবস্থায় এঁর বিশেষ প্রভাব লক্ষ্য করা য়ায়। 'ভারতী' পত্রিকার সম্পাদকমণ্ডলীতে তিনি ছিলেন।

এঁর সংস্পর্শে এসে রবীন্দ্রনাথ প্রাচীন ব্রজবুলিতে রচিত পদাবলীতে অনুরক্ত হয়ে পড়েছিলেন। এবং পরবর্তীকালে সেই সূত্রে রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনা করেছিলেন। এছাড়া রবীন্দ্রনাথের ' বাল্মীকিপ্রতিভা' নামক গীতিনাট্যে এঁর কয়েকটি গান পাওয়া য়ায়। এক সময় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পিয়ানোতে বিচিত্র ধরনের সুর তুলতেন অক্ষয়চন্দ্র এবং রবীন্দ্রনাথ তাতে দ্রুত বাণী বসাতেন। তৎকালীন খ্যাতনাম্নী লেখিকা শরত্কুমারী চৌধুরানী এঁর পত্নী ছিলেন।

এঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলী: