 অঁদ্রে-মারি
এ্যাম্পিয়ার (André-Marie 
Ampère)
অঁদ্রে-মারি
এ্যাম্পিয়ার (André-Marie 
Ampère)
ফরাসি পদার্থবিজ্ঞানী। 
১৭৭৫ খ্রিষ্টাব্দের ২০ জানু্য়ারি তারিখে ফ্রান্সের লিয়োন শহরে ইনি 
জন্মগ্রহণ করেন। শৈশবে ইনি তাঁর পিতার কাছে ল্যাটিন ভাষা শেখেন। এরপর ইনি গণিত এবং 
বিজ্ঞানের অন্যান্য বিষয় নিয়ে চর্চা শুরু করেন। এছাড়া ইনি ইতিহাস, কাব্য, দর্শন এবং 
প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষ জ্ঞান অর্জন করেন। ১৭৯৯ 
খ্রিষ্টাব্দে ইনি জুলি 
ক্যারোনকে বিবাহ করেন। ইনি পদার্থ বিদ্যার তড়িৎ-চুম্বক ক্ষেত্রে  গবেষণা করেন। 
এবং এই ক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেন। পরে তারঁ নামানুসারে তড়িৎ 
প্রবাহের আন্তর্জাতিক একক 
এ্যাম্পিয়ার-এর 
নামকরণ করা হয়েছে। 
১৮৩৬ খ্রিষ্টাব্দের ১০ জুন তারিখে ইনি মৃত্যুবরণ করেন।