এ্যাম্পিয়ার
    
    
    বিদ্যুৎ 
    প্রবাহ মাত্রার আন্তর্জাতিক একক 
এ্যাম্পিয়ার (ampere)।
    
    কোন পরিবাহীর প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে লম্বভাবে ১ 
    কুলম্ব চার্জ প্রবাহিত হলে- ওই বিদ্যুতের প্রবাহমাত্রাকে ১ এ্যাম্পিয়ার বলা হয়।
    
    ১ এ্যাম্পিয়ার =   ১ কুলম্ব/১ সেকেন্ড। 
    এর প্রতীক
    A
    । 
    বাংলাতে এই প্রতীকের প্রতিরূপ হিসাবে এ 
    (A
    
)  
    বা এ্যাম 
    (amp)। 
     উল্লেখে ফরাসি পদার্থ বিজ্ঞানী 
    
অঁদ্রে-মারি
এ্যাম্পিয়ার -এর নামানুসরে এই নাম 
গৃহীত হয়েছে।
এ্যাংস্ট্রম একক
পরমাণুর আকার, রাসায়নিক 
বন্ধন, দৃশ্যমান আলোক-বিকিরণের
পরিমাপের 
জন্য ব্যবহৃত একক বিশেষ।
বিদ্যুৎচুম্বকীয় 
তরঙ্গ মাপার ক্ষেত্রে ১ মিটারের ১০,০০০,০০০,০০০ 
ভাগের এক ভাগকে এক এ্যাংস্ট্রম (angstrom) বলা হয়।
একক
হিসাবে এর নাম 
এ্যাংস্ট্রম একক (angstrom 
unit)।
এর প্রতীক হলো 
Å।
সুইডিশ পদার্থবিদ এ্যান্ডার্স অ্যাংস্ট্রম (Anders 
Jonas Ångström 1814–1874)- 
এর নামানুসারে এই নাম গৃহীত হয়।