 আর্তুগ্রুল
আর্তুগ্রুল
১১৯১/৯৮-১২৮০/৮১ খ্রিষ্টাব্দ
তিনি অঘুজ তুর্কিদের কায়ি গোত্রের মুসলিম নেতা।  আরতুগ্রুল গাজি নামে পরিচিত ছিলেন। 
তাঁর পুরো নাম- আরতুগ্রুল বিন সুলেইমান শাহ। 
১১৯১ থেকে ১১৯৮ খ্রিষ্টাব্দের ভিতরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম 
সুলেইমান শাহ এবং মায়ের নাম হায়মা খাতুন। এঁর অপর তিন ভাইয়ের নাম ছিল- সঙ্গুরতেকিন, 
গুন্দুগ্দু এবং দুন্দার।
১২৩০ খ্রিষ্টাব্দে তিনি নেতৃত্ব লাভ করেন। তৎকালীন বাইজান্টাইন সাম্রাজ্যের 
বিরুদ্ধে সেলজুকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে, তিনি মার্ভ থেকে আনাতোলিয়ায় আসেন এবং 
সেলজুকদের সাহায্য করেন। এই যুদ্ধে সেলজুকরা জয়লাভ করলে, সেলজুক সুলতান, 
আর-তুগ্রুলকে আঙ্কারার নিকটবর্তী অঞ্চলের জায়গীদার হিসেবে কিছু ভূমি দান করেন। এরপর 
তিনি সাগুত গ্রামের অধিকার লাভ করেন। ১৯৩১ খ্রিষ্টাব্দের ভিতরে এই গ্রামের আশাপাশের 
আরও বেশ কিছু জায়গা স্থানীয় সর্দার পরাজিত করে অধিকার করেন। ১২৮০-৮১ খ্রিষ্টাব্দের 
দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর স্ত্রীর নাম ছিল হালিমা খাতুন। এর পুত্রের নাম সাভেসি, গুন্দুজ ও উসমান।