আটিয়া বাল্বা ক্যাসোনিয়া
(Atia Balba Caesonia)
রোমান ইতিহাসে রোমের প্রথম সম্রাট
অগাস্টাসের মা হিসাবেই
সর্বাধিক পরিচিতা। খ্রিষ্টপূর্ব ৮৫ অব্দে ইনি জন্মগ্রহণ করেন। ম্যাসেডোনিয়ার গভর্নর
গাইউস অক্টাভিয়াস
(Gaius Octavius
)-এর
সাথে এঁর বিবাহ হয়। এই স্বামীর ঘরে তাঁর কন্যা অক্টাভিয়া
(Octavia
)
এবং পুত্র
অগাস্টাস
জন্মগ্রহণ করেন।
 তাঁর স্বামী গাইউস অক্টাভিয়াস
খ্রিষ্টপূর্ব ৫৯ অব্দে কাউন্সিলসিপ নির্বাচনের জন্য ম্যাসিডোনিয়া থেকে রোমে ফেরার
সময় পথে মারা যান। এরপর তিনি সিরিয়ার
প্রাক্তন গভর্নর
লুসিয়াস মারসিয়াস ফিলিপ্পাস (Lucius
Marcius Philippus
) নামে এক রোমান
কনসালকে (খ্রিষ্টপূর্ব ৫৬ অব্দে কনসাল হিসাবে নির্বাচিত হয়েছিলেন) বিয়ে করেন।
খ্রিষ্টপূর্ব ৪৩ অব্দে তিনি মৃত্যবরণ করেন।