অগাস্টাস (অক্টাভিয়াস)
ইংরেজি : Augustus, Octavius
২৩ সেপ্টেম্বর খ্রিষ্টপূর্ব ৬৩ অব্দ- ১৯ আগষ্ট ১৪ খ্রিষ্টাব্দ।

প্রথম রোমান সম্রাট, জুলিয়াস সিজারের ভগ্নীর পৌত্র। খ্রিষ্টপূর্ব ৬৩ অব্দে ২৩ সেপ্টেম্বর তারিখে রোম শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল
গাইউস অক্টাভিয়াস (Gaius Octavius)। ইনি ছিলেন ম্যাসিডোনিয়ার গর্ভনর। তাঁর মায়ের নাম ছিল আটিয়া বাল্‌বা ক্যাসোনিয়া। ইনি ছিলেন জুলিয়াস সিজার (Julius Caesar)-এর বোন জুলিয়া সিজারিস (Julia Caesaris)-এর মেয়ে। অগাস্টাসের একমাত্র বোনের নাম ছিল অক্টাভিয়া (Octavia)।

উল্লেখ্য, তাঁর পিতা, তাঁর প্রথম নাম রেখেছিলেন গাইউস অক্টাভিয়াস থুরিনাস (Gaius Octavius Thurinus)।

অগাস্টাস-এর পিতা গাইউস অক্টাভিয়াস খ্রিষ্টপূর্ব ৫৯ অব্দে কাউন্সিলসিপ নির্বাচনের জন্য ম্যাসিডোনিয়া থেকে রোমে ফেরার সময় পথে মারা যান। এই সময় অক্টাভিয়াস-এর বয়েস তখন চার বছর । এরপর তাঁর মা সিরিয়ার প্রাক্তন গভর্নর লুসিয়াস মারসিয়াস ফিলিপ্পাস (Lucius Marcius Philippus) নামে এক রোমান কনসালকে (খ্রিষ্টপূর্ব ৫৬ অব্দে কনসাল হিসাবে নির্বাচিত হয়েছিলেন) বিয়ে করেন।

খ্রিষ্টপূর্ব ৫২ বা ৫১ অব্দে তাঁর মাতামহী জুলিয়া সিজারিস মৃত্যবরণ করেন। এই সময় অগাস্টাস তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। এই সময় তাঁর মা এবং সৎপিতা তাঁকে রাজ সিংহাসনে বসানোর জন্য বিশেষ যত্নবান হন। খ্রিষ্টপূর্ব ৪৭ অব্দে তিনি প্রাচীন রোমান রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সভা কলেজ অফ প্রোফিটস (
College of Pontiffs) সদস্য হিসাবে নির্বাচিত হন।

পরবর্তী কয়েক বছর গ্রিক খেলাধুলার তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। ইনি জুলিয়াস সিজার-এর সাথে আফ্রিকা অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিলে, তাঁর মা তাঁকে এই ইচ্ছা থেকে নিবৃত করেন। খ্রিষ্টপূর্ব ৪৬ অব্দে তাঁর মা তাঁকে হিসপানিয়াতে সিজার-এর বাহিনীতে যোগাদানের জন্য পাঠানোর ব্যবস্থা করেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, তিনি আর যেতে পারেন নি। এরপর সুস্থ হয়ে পুনরায় হিসপানিয়ার উদ্দেশ্যে রওনা দেন এবং তীরের কাছে এসে তাঁদের জাহাজ ধ্বংস হয়ে যায়। এরপর তিনি এবং তাঁর কয়েকজন সঙ্গী শত্রু পরিবেষ্টিত এলাকার ভিতর দিয়ে সিজার-এর আস্তানায় পৌঁছাতে সক্ষম হন। এই কর্মকাণ্ডে সিজার-এর অক্টাভিয়াসের উপর বিশেষভাবে সন্তুষ্ট হন।

এরর তিনি সামরিক প্রশিক্ষণের জন্য আপোল্লিনিয়া (Apollonia) যান। ইতোমধ্যে বিরোধীদলের চক্রান্তে  জুলিয়াস সিজার খ্রিষ্টপূর্ব ৪৪ অব্দের ১৫ মার্চ-এ নিহত হন। এই সময় অক্টাভিয়াসের বয়স ছিল ১৮। এই সময়  কিছু সামরিক তাঁকে মেসেডোনিয়া বাহিনীর সাথে থাকার পরামর্শ দিলে, তিনি তা বাতিল করে জাহাজে করে ইটালির (রোমান নাম ইটালিয়া) দিকে যান। বুরুন্ডিসিয়ামের নিকটবর্তী লুপিয়ের কাছে অবতরণ করে, জুলিয়াস সিজার-এর ইচ্ছাপত্রের কথা জানতে পারেন। এই ইচ্ছাপত্রে সিজার তাঁকে দত্তক পুত্রের মর্যাদা দিয়েছিলেন এবং একই সাথে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন। ফলে এই সময় বুরুন্ডিসিয়ামের সেনাদল তাঁকে নতুন শাসক হিসাবে বিপুলভাবে সম্বর্ধনা দেয়। এই সময় তিনি নতুন নাম গ্রহণ করেন। এই নাম ছিল গাইউস জুলিয়াস সিজার অক্টাভিয়ানুস (Gaius Julius Caesar Octavianus)।

খ্রিষ্টপূর্ব ৪৪ অব্দের ৬ মে তারিখে তিনি রোমে ফিরে আসেন। এই সময় রোমান সাম্রাজ্যজুড়ে গোলমাল চলছিল। অক্টাভিয়াস বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার উপায় সম্বন্ধে ভাবতে থাকেন। একই সঙ্গে অক্টাভিয়াস জুলিয়াস সিজার  হত্যার প্রতিশোধ গ্রহণে সঙ্কল্প করেন।

এর মৃত্যুর এক বছর পর অক্টাভিয়াস মারকাস এমেলিয়াস লেপিডাস এবং মার্ক অ্যান্টনিকে নিয়ে দ্বিতীয় ট্রাইয়ামভেরেট গঠন করে। ট্রাইয়ামভেরেট হল এমন এক শক্তিশালী কমিটি যেখানে একই সঙ্গে ৩ জন শাসন করে। উল্লেখ্য প্রথম ট্রাইয়ামভেরেট গঠন করেছিলেন জুলিয়াস সিজার। 

মারকাস এমেলিয়াস লেপিডাস ছিলেন রোমান অভিজাত। ট্রাইয়ামভেরেট ৪২ খ্রিষ্টপূর্বাব্দে ফিলিপ্পির যুদ্ধে জুলিয়াস সিজার -এর খুনি ব্রুটাস এবং লনজিনাসকে পরাজিত করে। এরা দুজনই অবশ্য আত্মহত্যা করেছিল। এরপর অক্টাভিয়াস এর বোন অক্টাভিয়ার সঙ্গে মার্ক অ্যান্টনির বিয়ে হয়। এটি অবশ্য অক্টাভিয়ার দ্বিতীয় বিয়ে ছিল।

৪২ খ্রিস্টপূর্বে ফিলিপ্পির যুদ্ধের পর কার্যত রোমান সাম্রাজ্যটি তিনভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এই পশ্চিম অঞ্চলে শাসন করতে অক্টাভিয়াস, পূর্বাঞ্চলের শাসক ছিলেন মার্ক এ্যান্টনি এবং আফ্রিকা শাসন করতেন মারকাস এমেলিয়াস লেপিডাস। এই তিনজনেরই ইচ্ছা ছিল রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হওয়া। ফলে ধীরে ধীরে মারকাস এমেলিয়াস লেপিডাস এবং মার্ক অ্যান্টনি, অক্টাভিয়াসের ঘোরতর শক্র হয়ে ওঠে। মারকাস এমেলিয়াস লেপিডাস অক্টাভিয়াস- এর পশ্চিমের রাজ্য দখল করতে উদ্যত হয়। ওদিকে মার্ক অ্যান্টনি মিশরের রাণী ক্লিওপেট্রার প্রেমে পড়ে। অক্টাভিয়াস কে পরিত্যাগ করে। এরপর দু’জন পরস্পরের শক্র হয়ে ওঠে। অক্টাভিয়াস ৩১ খ্রিস্টপূর্ব অ্যাকটিয়ামের যুদ্ধে মার্ক অ্যান্টনি এবং মিশরের রাণী ক্লিওপেট্রার যৌথবাহিনীকে পরাজিত করে। এরপর ২৯ খ্রিস্টপূর্ব থেকে রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হন । এরপর রোমান সিনেট অক্টাভিয়াসকে চিরস্থায়ী ভাবে ‘ইম্পেরেটর (প্রধান সেনাধ্যক্ষ)’ উপাধিতে ভূষিত করে। এছাড়া রোমান সিনেট অক্টাভিয়াসকে রাষ্ট্রপ্রধান বা প্রিন্সেপ হিসেবেও স্বীকার করে নেয়। এর পরের সময়টাই রোমান সাম্রাজ্যের ইতিহাসে ‘অগাস্টাস এজ’ নামে পরিচিত।

অক্টাভিয়াস এর প্রথম স্ত্রীর নাম ক্লডিয়া পালচরা। ৪৩ খ্রিষ্টপূর্বাব্দে তিনি ক্লডিয়া পালচরা কে বিয়ে করেন। অবশ্য তিন বছর পর বিবাহবিচ্ছেদ ঘটে। ওই বছরই অর্থাৎ ৪০ খ্রিষ্টপূর্বাব্দে তিনি স্রিবোনিয়াকে বিয়ে করেন। স্রিবোনিয়া এক কন্যা সন্তানের জন্ম দেয়। এই কন্যার নাম ছিল জুলিয়া। জুলিয়া যে দিন জন্ম গ্রহণ করেন, ঠিক সে দিনেই অক্টাভিয়াস স্রিবোনিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেন এবং লিভিয়া ড্রসিলাকে বিয়ে করেন। এই বিয়েটা অক্টাভিয়াস এর মৃত্যু অবধি টিকে ছিল।

 ১৪ খ্রিষ্টাব্দের ১৯ আগষ্ট তিনি অগাস্টাস মৃত্যুবরণ করেন। কন্যা জুলিয়া ছাড়া অক্টাভিয়াস-এর পুত্র সন্তান ছিল না। যে কারণে রোমান সাম্রাজ্যের পরবর্তী সম্রাট হয়েছিলেন দত্তক পুত্র টাইবেরিয়াস।


সূত্র :
http://www.encyclopedia.com/topic/Augustus.aspx#3
http://www.somewhereinblog.net/blog/benqt60/29641891